Kurmi Protest: চরম দুর্ভোগ থেকে মুক্তি, অবশেষে ঘেরাও ‘প্রত্যাহার’ কুড়মিদের

টানা চারদিন অবরোধ করে অবশেষে দুর্গা পুজোর কথা মাথায় রেখে ঘেরাও আন্দেলন প্রত্যাহার করল কুড়মি সমাজ (Kurmi protest)।অবরোধের জেরে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর থেকে রেল…

টানা চারদিন অবরোধ করে অবশেষে দুর্গা পুজোর কথা মাথায় রেখে ঘেরাও আন্দেলন প্রত্যাহার করল কুড়মি সমাজ (Kurmi protest)।অবরোধের জেরে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর থেকে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সেই দুর্ভোগ কাটতে চলেছে।

গত চার দিন ধরে তফসিলি মর্যাদার দাবিতে কুড়মি সমাজের লাগাতার অবরোধ চলছিল। এর জেরে পুরুলিয়ার আদ্রা ও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শাখার ট্রেন চলাচল ছিল স্তব্ধ। এর জেরে ঝাড়খন্ড, ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ভেঙে পড়ে। রেল রোকোর পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধের জেরে আরও বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়। সার বেধে দাঁড়িয়ে থাকে ট্রাক, লরি ও একাধিক পণ্যবাহী গাড়ি৷ দাঁড়িয়ে পড়ে পেট্রোপণ্যের গাড়ি।এতে সমস্যা আরও বাড়ে। কারণ, কয়েক দিন ধরে পেট্রোল পাম্পগুলিতে মজুত থাকা তেলের পরিমাণ কমে আসতে শুরু করে।

কুড়মি সম্প্রদায়ের তরফে  বিপুল সংখ্যক মানুষ পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে এই অভিযান ঘিরে চরম সমস্যায় পড়েন সাধারণ রেলযাত্রী। বিক্ষোভের জেরে বাতিল করা হয়একাধিক ট্রেন।

রেল সূত্রে খবর প্রায় ৫৩ টি ট্রেন বাতিল করা হয়েছে।  ৩৩ টি ট্রেন শর্ট-টার্মিনেটেড করা হয়েছে এবং বেশ কয়েকটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশন থেকে অবরোধ তুলে নেওয়ায় ফের চালু হচ্ছে ট্রেন চলাচল।