বেলুড় মঠে ভক্তদের জন্য বিরাট উদ্যোগ, অতিবড় সমস্যার সমাধান…

Free underground car parking facility in Belur Math, এবার ভূতল পার্কিং বা আন্ডার গ্রাউন্ড কার পার্কিং ব‌্যবস্থা চালু করল বেলুড় মঠ।

প্রতিদিন হাজার হাজার ভক্ত বেলুড় মঠে ভিড় জমান। কোনও বিশেষ পুজোকে কেন্দ্রে করে পূর্ণ্যার্থীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। তখনই হয় প্রবল জটিলতা। গাড়ি রাখার জায়গা মেলে না। ফলে, সমস্যায় পড়তে হয় মঠে আগত ভক্তদের। এই অবস্থা এবার কাটতে চলেছে। ভক্তদের সুবিধার জন‌্য এবার ভূতল পার্কিং বা আন্ডার গ্রাউন্ড কার পার্কিং ব‌্যবস্থা চালু করল বেলুড় মঠ।

Advertisements

আগামী শনি ও রবিবার মঠের পাশের নয়া এই পার্কিং অঞ্চল ভক্তদের জন‌্য খুলে দেওয়া হবে। দিন কয়েক আগেই কেন্দ্র ও রাজ্যের পর্যটন আধিকারিকদের উপস্থিতিতে এই ভূগর্ভস্থ কার পার্কিং এলাকার উদ্বোধন করেন মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ।

   

ভুলেও এই ফল নিয়ে বিমানে ওঠার চেষ্টা করবেন না, ধরা পড়লেই হেনস্তা

এই কার পার্কিংটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৯ কোটি টাকা। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় তৈরি পার্কিংটিতে আড়াইশোর উপর চার চাকার গাড়ি ও প্রায় ২০০টি মোটর সাইকেল রাখতে পারবেন ভক্তরা। এছাড়া, মঠে আগত ভক্তদের এই পার্কিংয়ে গাড়ি রাখলে কোনও পার্কিং ফি (গাড়ি রাখার ভাড়া) দিতে হবে না। তবে রয়েছে দানধ‌্যানের ব্যবস্থা। দানের মাধ্যমে কোনও ভক্ত নিজের ইচ্ছানুয়ায়ী মঠের সেবা করতে পারবেন।

ট্রেনে তো চড়েন, চেনেন ভারতীয় রেলের ‘বড়লাট’কে? জন্ম থেকেই আজীবন পাকা চাকরি

বেলুড় মঠ সূত্রে খবর, এই আন্ডার গ্রাউন্ড কার পার্কিংয়ের উপর গড়ে উঠবে জিম-সহ একাধিক খেলার ব‌্যবস্থা। শিশুরা শরীর গঠনের সুযোগ পাবে সেখানে। করোনার আগে মঠের উন্নয়নে কেন্দ্রীয় সরকার শপিং মল, বেলুড় মঠ জেটিঘাট ও কার পার্কিংয়ের টাকা অনুমোদন করেছিল। রাজ্যের সহযোগিতায় সেই পার্কিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। তবে, রাস্তা সহ একাধিক উন্নয়নের কাজ এখনও বাকি। আগামী দিনে জেটি ঘাট ও পার্কিং জোনের রাস্তাটির উন্নয়নণ করা হবে জানা গিয়েছে।

এছাড়া গত বুদ্ধ পূর্ণিমার দিন বেলুড় মঠের তরফে ডিজিটাল প্লাটফর্মের সূচনা হয়েছে। এই ডিজিটাল প্লাটফর্ম তথা ওয়েবসাইটের মাধ্যমে ভক্তরা বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশন সম্পর্কে যে কোনও তথ্য যাচাই করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও সারদা দেবী সম্পর্কেও সঠিক তথ্যের উল্লেখ রয়েছে এই ওয়েবসাইটে। তাঁদের সম্পর্কে লিখিত সমস্ত বই, তথ্য, বেলুড়মঠের ইতিহাস এবং সারা বিশ্বে রামকৃষ্ণ মিশন ও মঠের যত শাখাকেন্দ্র রয়েছে সেগুলির কার্যকলাপের বিষয়েও উল্লেখ রয়েছে ডিজিটাল প্লাটফর্মে। বেলুড় মঠের এই নতুন ডিজিটাল প্লাটফর্ম বা ওয়েবসাইটের ঠিকানা হল http://publication.rkmm.org.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements