রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুড় মঠ (Belur Math) রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান এবং বিশিষ্ট শিষ্য স্বামী বিবেকানন্দ এটি প্রতিষ্ঠা করেছিলেন। বিগত কয়েক দশক ধরে রামকৃষ্ণ মিশন সংলগ্ন বেলুড় মঠ মানুষকে দীক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে বেলুড় মঠে (Belur Math) দীক্ষা গ্রহণ করতে চান। কিন্তু সঠিক তথ্যের অভাবে এগোতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্য।
আমাদের আজকের এই প্রতিবেদন আমাদের ভারতে যে সকল মঠ বা আশ্রমিক সংস্থা রয়েছে দীক্ষা নেওয়ার জন্য তাদের মধ্যে অন্যতম হলো বেলুড় মঠ। কম বেশি অনেকেই এখানে দীক্ষা নিতে আগ্রহী। বেলুড় মঠে (Belur Math) দীক্ষা নিতে আগ্রহী থাকলে আপনাদের প্রথমেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ এনাদের জীবন দর্শনের উপর কিছু বই পড়তে হবে। মঠের তরফ থেকে ভক্তদের এ কথা বলা হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনের উপর নিবেদিত এই প্রত্যেকটি বইয়ে রয়েছে নানান ধরনের তত্ত্বকথা এবং জীবন দর্শনের দিক এর পরেই আপনাদের দীক্ষা নেওয়ার প্রকৃত নিয়ম শুরু হয়ে যাবে।
কিভাবে দীক্ষা নেবেনঃ-
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য বেলুড়মঠ (Belur Math) অথবা রামকৃষ্ণ মিশনের যে কোন শাখা তে যোগাযোগ করতে পারেন। মন্ত্র দীক্ষা শুধুমাত্র মঠের প্রবীণ সন্ন্যাসী সভাপতি অথবা সহ-সভাপতি দিতে পারেন। তাই আপনাকে আগে জেনে নিতে হবে বর্তমানে কোন শাখায় কোন সভাপতি উপস্থিত রয়েছেন। তিনি দীক্ষা দেন কিনা এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদের বেলুড় মঠের (Belur Math) ওয়েবসাইট www.belurmath.org তে চোখ রাখতে হবে। যিনি ঠাকুরের মন্ত্রে দীক্ষা নিতে চান আশ্রমের পক্ষ থেকে তাকে একটা আবেদন পত্র দেওয়া হবে সেটি পূরণ করে রামকৃষ্ণ মিশনের অফিসে জমা দিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত না আপনাকে দীক্ষা নেওয়ার জন্য একটা নির্দিষ্ট তারিখের কথা বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন।
দীক্ষা নেওয়ার দিন কোন কোন নিয়ম পালন করবেনঃ-
রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় দেওয়া তথ্য থেকে জানা যায়, কোন ব্যক্তি রামকৃষ্ণ মন্ত্রের দীক্ষিত হতে গেলে তাকে অবশ্যই আগে থেকে ঠাকুরের সম্পর্কে সমস্ত জ্ঞানাবলী অর্জন করতে হবে। আপনার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের উপরেই বিশ্বাস রয়েছে কিনা আপনি সেটা যাচাই করে নিন প্রয়োজনে।
দীক্ষা নিতে গেলে কোন কোন বই পড়তে হবেঃ-
বেলুড়মঠ (Belur Math) থেকে দীক্ষা নিতে গেলে আগে পড়তে হবে-
১. স্বামী তেজসানন্দের -শ্রী রামকৃষ্ণের জীবনী।
২. স্বামী নিরময়ানন্দের- শ্রী শ্রী মা সারদা।
৩. স্বামী বিশ্বশ্রয়ানন্দের- স্বামী বিবেকানন্দ।
৪. শ্রীম কথিত -শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খন্ড।
৫. স্বামী ভূতেশানন্দের – মন্ত্র দীক্ষা। বইগুলি। প্রয়োজনে স্বামীজিরা এই সকল বই থেকে প্রশ্ন করতে পারেন।
কিভাবে পাবেন আপনি মন্ত্র দীক্ষাঃ-
দীক্ষা নেওয়ার জন্য যে দিনটি নির্দিষ্ট করে দেওয়া হবে, সেই দিন সমস্ত দীক্ষা প্রার্থীদের নিয়ে বেলুড় মঠে (Belur Math) একটা সাধারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক ব্যক্তিকেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্ত্র দীক্ষা দেওয়া হয়। তারপর প্রতিটি ব্যক্তিকেই গুরুর কাছে আসার আমন্ত্রণ জানানো হয়। তাকে গুরুর কাছে মন্ত্রটি উচ্চারণ করতে বলা হয়। দীক্ষা নেওয়া সম্পূর্ণ হলে প্রতিদিন নিয়ম মেনে দিনে দুবার আপনাকে প্রদেয় মন্ত্রটি ১০৮ বার করে জব করতে হবে মনে রাখবেন। যে কোনো দীক্ষার ক্ষেত্রেই গুরু মন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বারংবার জবের মাধ্যমেই মন্ত্রে অন্তর্নিহিত শক্তির সঞ্চার হয়ে থাকে।
দীক্ষার পর খাওয়া দাওয়ার বিধি নিষেধঃ-
সাধারণত দীক্ষার দিন উপবাস রাখার কথা বলে থাকেন স্বামীজিরা। তবে যদি কোন কারণে আপনার শারীরিক সমস্যা থাকে বা উপবাস রাখতে অসুবিধা হয় সে ক্ষেত্রে কোন বিধি-নিষেধ নেই। বেলুড় মঠ (Belur Math) অথবা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার পর খাওয়ার প্রতি কোন বিধি নিষেধ জারি করা হয় না, অর্থাৎ এখান থেকে দীক্ষা নিলে নিরামিষাসীরা খুব সহজেই নিরামিষ এবং আমিষ ভোজীরা খুব সহজেই আমিষ খাবার গ্রহণ করতে পারেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা চিন্তাধারার উপর ভিত্তি করে এই আশ্রমে আমিষ বা নিরামিষের কোন ভেদাভেদ তৈরি করা হয়নি।