Recruitment Corruption: পুর নিয়োগ দুর্নীতিতে স্বস্তি মিলল না রাজ্যের, সিবিআই তদন্ত জারি

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তা নিয়ে শীর্ষ আদালতেও জল গড়িয়েছিল।

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তা নিয়ে শীর্ষ আদালতেও জল গড়িয়েছিল। সেই মামলা সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। কিন্তু শুক্রবার দেখা গেল পরিবর্তিত এজলাস অর্থাত্‍ বিচারপতি অমৃতা সিনহার কোর্টও একই নির্দেশ বহাল রাখল।

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরে যায় বিচারপতি সিনহার বেঞ্চে। নতুন বেঞ্চে মামলা যাওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় উচ্চ আদালতে। রাজ্যের আর্জি খারিজ করে এই মামলায় পূর্ববর্তী নির্দেশই বহাল রেখেছেন।

পুর মামলায় পূর্ববর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সাধারণত কোনও ঘটনা ঘটলে তা রাজ্যের পুলিশ তদন্ত করে।

খুবই কম ঘটনায় অন্য সংস্থাকে তদন্তভার দেওয়া হয়। এ ক্ষেত্রে রাজ্যকে সুযোগ দেওয়া হয়নি। তাই ইডির আবেদন কোনও ভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।’ শুক্রবার সেই মামলারই রায় দিলেন বিচারপতি সিন্‌হা। রাজ্যের কাছে এটি একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।