শেখ হাসিনাকে না-পাঠালে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি এল বাংলাদেশ থেকে

রক্তাক্ত গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে (Bangladesh) গঠিত হয়েছে…

Sheikh Hasina

রক্তাক্ত গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে (Bangladesh) গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান নোবেলজয়ী ড. ইউনূস। বৃহস্পতিবার তিনি কার্যভার গ্রহণ করেছেন। এরপর বাংলাদেশে উঠেছে দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করতে হবে। তাঁর বিরুদ্ধে গণহত্যার নির্দেশ দানের অভিযোগ করছে বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠানোর দাবি তুলেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার ঢাকায় সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ভারত সরকারকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে পাঠালে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে।

   

নুরুল হক নুর বাংলাদেশের একজন ছাত্রনেতা। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ছিলেন। পরে তিনি ‘গণঅধিকার পরিষদ’ নামে রাজনৈতিক দল গঠন করেন। সম্প্রতি বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কার (কোটা নিয়ম) দাবিতে ছাত্র আন্দোলনের সমর্থনে সক্রিয় নুরুকে গ্রেফতরের ঘটনা তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। আন্দোলনের ধাক্কায় সরকার পতনের পর নুর মুক্তি পান। এরপরেই তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে হুঁশিয়ারি দিলেন।

সমাবেশ থেকে নুর বলেছেন ‘২০১৪, ২০১৮, ২০২৪ সালে নির্বাচনে শেখ হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল ভারত। সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বছে তখনও হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া ভারত। আমাদের পাশের দেশ ভারতকে বলব আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন। একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক, তা না হলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে গণঅধিকার পরিষদ।’

শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুন করানোর অভিযোগ তুলেছেন আলোচিত নেতা নুরুল হক নুর। তিনি বলেছেন,‘গুম খুনের নির্দেশদাতা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে।তাকে অবশ্যই ভারত থেকে ফেরত আনতে হবে। এত মানুষ হত্যা করে কেউ পালিয়ে যেতে পারে না। অবশ্যই তার বিচার হতে হবে।’