নতুন মরসুমের কথা মাথায় রেখে প্যানাজিওটিস ডিলমপেরিসকে দলের দায়িত্ব দিয়েছে পাঞ্জাব এফসি (Punjab FC)। তাঁর নির্দেশ মতো এই বছর ফুটবলারদের সই করিয়েছে আইএসএলের ক্লাব। তাঁদের নিয়েই এবারের ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে পাঞ্জাব। যেখানে এখনও পর্যন্ত একটি জয় ও একটি ড্র নিয়ে গ্ৰুপ পর্বের দ্বিতীয় স্থানে রয়েছে বিনিতরা।
আগামী রবিবার তাঁদের লড়াই করতে হবে মুম্বাই সিটি এফসির বিপক্ষে। সেইমতো প্রস্তুতি চালাচ্ছেন ফুটবলাররা। এসবের মাঝেই দলের নতুন গোলকিপিং কোচ নিয়োগ করল পাঞ্জাব এফসির। সেই অনুযায়ী এবারের ফুটবল সিজনে দলের দায়িত্ব পালন করবেন মনীশ তিমসিনা (Manish Timsina)। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে লুকা মাজসেনের দল।
যারফলে এবার থেকে ডিলমপেরিসের সঙ্গে দলের দায়িত্ব পালন করবেন এই ফুটবল কোচ। পূর্বে নেপালের যুব দলে কোচিং করানোর পাশাপাশি আইলিগে গোকুলাম কেরালা এফসির ও দায়িত্ব পালন করেছিলেন তিমসিনা। নতুন সিজনে তাঁর উপরেই ভরসা রাখল পাঞ্জাব এফসি।
আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘পাঞ্জাব এফসির সাথে এই নতুন যাত্রা শুরু করতে পেরে আমি যথেষ্ট খুশি। এই স্কোয়াডে অনেক দক্ষ গোলরক্ষক রয়েছেন। আমি তাঁদের প্রত্যেকের সাথে তাদের খেলাকে উন্নত করার জন্য কাজ করতে আগ্রহী। পাঞ্জাব এফসির যাত্রা অনুপ্রেরণাদায়ক। তাঁদের সাথে নতুন সিজন শুরু করতে পেরে আমি প্রচন্ড উত্তেজিত। দলের সাফল্যের জন্য অবদান রাখাই আমার মূল লক্ষ্য।’