গতবারের হতাশা ভুলে নতুন মরসুমে সাফল্য পেতে বদ্ধপরিকর ওডিশা এফসি (Odisha FC)। সেক্ষেত্রে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার উপরেই ভরসা রেখেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে তাঁর নির্দেশ মেনেই খেলোয়াড়দের সই করাতে শুরু করে ম্যানেজমেন্ট। বর্তমানে অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে সেই কাজ।
তবুও আইএসএল অভিযান শুরু করার আগে আরো এক ভারতীয় ফরোয়ার্ডকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। সেইমতো একাধিক তারকার নাম উঠে আসলেও বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন রহিম আলি। পরবর্তীতে তাঁর সাথেই কথাবার্তা শুরু করে সুপার কাপ জয়ী এই ফুটবল ক্লাব। সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য।
জানা গিয়েছে, নয়া সিজনের জন্য ওডিশা এফসিতে চূড়ান্ত হয়ে গিয়েছেন জাতীয় দলের এই তারকা। সেইমতো আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর কাছে চুক্তিপত্র পাঠাতে চলেছে ম্যানেজমেন্ট। যতদূর খবর দুইটি মরসুমের জন্য তাঁকে দলে রাখতে চলেছে এই ফুটবল ক্লাব।
উল্লেখ্য, গত ফুটবল সিজনে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির হয়ে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ থেকেছেন তিনি। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু তবুও এই ফুটবলারের সাথে চুক্তি বাড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দল বদলের সিদ্ধান্ত নিলেন রহিম আলি।