Murshidabad: তৃণমূলে চাপা আলোচনা দিল্লি গেলেই বিধায়ক জাকির হোসেন গ্রেফতার

তৃণমূলে (TMC) গুঞ্জন বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain) দিল্লি গেলেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করবে ইডি। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবল আতঙ্ক।

তৃণমূলে (TMC) গুঞ্জন বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain) দিল্লি গেলেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করবে ইডি। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবল আতঙ্ক।

তৃণমূলে (TMC) গুঞ্জন বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain) দিল্লি গেলেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করবে ইডি। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবল আতঙ্ক। দলটির ভিতর চর্চা, পঞ্চায়েত ভোটের আগে বীরভূম জেলা তৃ়ণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবার জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকেও সরানো হবে। তবে ইডি দফতরে জাকির আদৌ যাবেন কিনা স্পষ্ট নয়। তিনি এর আগেও হাজিরা এড়িয়েছেন।

গোরু পাচার মামলায় জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনকে তলব করেছে ইডি। সূত্রের খবর, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত গোরু পাচারের বিষয়ে তথ্য নিতে চায় ইডি। যেহেতু বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়েই গোরু পাচার হতো তাই ইডি মনে করছে জাকির হোসেন তথ্য দিতে পারবেন। এক্ষেত্রে অনুব্রত ও জাকির একই দলের সেটি বিশেষ গুরুত্বপূর্ণ ইডির কাছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইডির ডাক আসতেই জঙ্গিপুরে তৃ়ণমূল নেতাদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, দলেরই অভ্যন্তরে চলছে অনুব্রত মন্ডলের সাথে জাকির হোসেনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা। মুর্শিদাবাদ জেলা তৃ়ণমূল কংগ্রেস এ বিষয়ে নীরব। জানা যাচ্ছে দলীয় শীর্ষ নেতাদের তরফ থেকে এসেছে মুখ বন্ধ রাখার বার্তা।

জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনকে আগেও গোরু পাচার মামলায় তলব করেছিল ইডি। তখনও তিনি হাজিরা এড়িয়েছিলেন। সম্প্রতি আয়কর বিভাগ অভিযান চালিয়েছিল বিধায়কের বাড়িতে। বিপুল টাকা উদ্ধার করা হয়। তবে জাকির হোসেন দাবি করেন সবই ব্যবসার টাকা। নিজের বিড়ি কারখানার কর্মচারিদের জন্য সেই টাকা রাখা ছিল।