ISL final match: ফাইনাল ম্যাচ নিয়ে নিজের মতামত জানালেন সুব্রত ভট্টাচার্য

হাতে মাত্র আর একটা দিন। তারপরেই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএল ট্রফি (ISL final match) জয়ের ম্যাচ। একদিকে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Former ATK Mohun Bagan footballer Subrata Bhattacharya

হাতে মাত্র আর একটা দিন। তারপরেই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএল ট্রফি (ISL final match) জয়ের ম্যাচ। একদিকে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। অন্যদিকে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। উভয় দলেরই লক্ষ্য ভালো খেলে ট্রফি নিজের শহরে নিয়ে যাওয়া। সেই আশা কে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়েই দিনরাত এক করে দলের সতীর্থদের সাথে অনুশীলন করছে দুই দলের অধিনায়ক।

পূর্বে ও আইএসএল জিতেছেন ছেত্রী। তবে আইএসএলের ইতিহাসে এটাই হয়ত শেষ মরশুম তার, যারফলে, এবার ও ট্রফি নিজেদের ঘরে আনতে মরিয়া তিনি। অন্যদিকে এটিকের হয়ে আইএসএল পেলে ও সবুজ-মেরুন জার্সিতে সেই স্বাদ উপভোগ করেননি মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। তাই আগামী শনিবারের ম্যাচের জন্যই এখন মুখিয়ে সবাই। এই প্রসঙ্গ নিয়েই এক জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয় ময়দানের খ্যাতনামা ফুটবলার তথা কোচ সুব্রত ভট্টাচার্যকে।

প্রশ্ন করা হয় এবারের আইএসএল ট্রফি কোন দল জিতলে বেশি খুশি হবেন তিনি? উত্তরে তিনি বলেন, যারা জিতবে তাতেই সাফল্য রয়েছে। তবে এটিকে মোহনবাগান জিতলেই যে বেশি খুশি হবেন তা পরিষ্কার করে দেন। সেই সাথে পারফরম্যান্সের প্রসঙ্গে বলেন, খেলাটা যদি বুদ্ধি দিয়ে খেলতে পারে, তাহলে দুই দলের পক্ষের ভালো রেজাল্ট করার সম্ভাবনা প্রবল।

তবে এখানেই শেষ নয়। আগত ফাইনাল ম্যাচ নিয়ে সবুজ-মেরুন সমর্থক হিসেবে বিশেষ বার্তা শোনা যায় সুব্রত ভট্টাচার্যের তরফ থেকে। তিনি বলেন, মোহনবাগান ক্লাব ও সবুজ-মেরুন রঙটির সাথে লাখো লাখো মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সেটিকে ধরে রাখার জন্য এই ম্যাচটা জিততেই হবে। এতে লাখো লাখো সমর্থকরা খুশি হবে।

বলাবাহুল্য, ভারতীয় ফুটবলের জগতে অন্যতম একটি নক্ষত্র হলেন সুব্রত ভট্টাচার্য। ওরফে ময়দানের বাবলুদা। সবুজ-মেরুন জার্সিতে খেলে গিয়েছেন বহু বছর। দলের বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। সেই সাথে পায়ের জাদুতে মোহনবাগান কে এনে দিয়েছেন বহু সাফল্য। যা চমকে দিয়েছে বহু দেশি-বিদেশী ফুটবলারদের। তাই আগামীর ফাইনালে তার দল জিতলেই যে সবথেকে বেশি খুশি হবেন। সেটাই স্বাভাবিক।