
গত ওডিশা ম্যাচের শুরুতেই পায়ে গুরুতর চোট পান এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) অন্যতম ভরসা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। যা দেখে কপালে রীতিমতো ভাঁজ পড়েছিল এটিকে ম্যানেজমেন্টের। তবে তিনি একা নয়, সেই ম্যাচেই আবার চোট পেয়েছিলেন দলের গোলরক্ষক বিশাল কাইথ।
যারফলে পরবর্তী সময়ে আনোয়ারকে নামিয়ে পরিস্থিতির সামাল দিতে হয় সবুজ-মেরুন ম্যানেজমেন্টকে। যদিও দিনকয়েকের মধ্যেই সুস্থ হয়ে ফিরে আসেন বিশাল। তবে আশিকের আর ফেরা হয়নি। চোট এতটাই গুরুতর হয়ে ওঠে যে শেষ পর্যন্ত মুম্বাই যেতে হয় তাকে। বাদ পড়তে হয় আইএসএল সেমিফাইনালের দুটি লেগ থেকেই। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। আজ গোয়া উড়ে যাওয়ার আগে দলের সঙ্গে অনুশীলন ও করেছেন আশিক। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন এই তারকা ফুটবলার।
তিনি বলেন, আমার পায়ের চোটের জন্য দুটো সেমিফাইনাল খেলতে পারিনি। তবে এবার যদি সুযোগ আসে, নিজের সমস্ত শক্তি দিয়ে দলকে সাহায্য করে যাব।তার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন দলের আরেক তারকা ফুটবলার গ্লেন মার্টিনস। তার কথা থেকে ও বোঝা যায়, যে আসন্ন ফাইনালের আগে যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
গোয়ায় খেলার প্রসঙ্গে গ্লেন বলেন, আমি এই গোয়ার ই ছেলে। আমার টিম ফাইনালে ওঠার পর থেকেই নিজের শহরের বন্ধুদের থেকে অনেক বার্তা পাচ্ছি। ওরা সবাই মাঠে আসছে। ওরা আমাকে আইএসএল জিততে দেখতে চায়। তাছাড়া ছোট থেকেই এই ফতৌদা স্টেডিয়ামে খেলে বড় হয়েছি। এবার এখানেই যদি আইএসএল জিততে পারি তাহলে সেটাই আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি হবে।
প্রথমবার ফাইনাল খেলতে নামবো। আলাদাই এক অনুভূতি হচ্ছে। সেইসাথে বেঙ্গালুরু র প্রসঙ্গে এই তারকা ফুটবলার বলেন, ওরা যথেষ্ট ভালো দল। এই টুর্নামেন্টে ওরা যথেষ্ট ভালো খেলছে। ওদের রয়কৃষ্ণা ও জাভি যথেষ্ট ভালো খেলছে এইবার। সুযোগ পেলেই গোল করার ক্ষমতা আছে দুজনের। তবে গত ডার্বির পর থেকে আমরা ও যথেষ্ট ভালো খেলছি। এই খেলাটা দিয়েই আমরা ট্রফি জিততে চাই।