ISL: ফাইনাল ম্যাচ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শুভাশিস বসু, কী বলছেন এই বাগান তারকা?

গত ২০২১ সালে আইএসএলের (ISL) ফাইনালে উঠে ও শেষ রক্ষা হয়নি। কার্যত ফাইনালিস্ট হয়েই মাঠ ছাড়তে হয়েছিল এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) ফুটবলারদের।

subhasish bose footballer

গত ২০২১ সালে আইএসএলের (ISL) ফাইনালে উঠে ও শেষ রক্ষা হয়নি। কার্যত ফাইনালিস্ট হয়েই মাঠ ছাড়তে হয়েছিল এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) ফুটবলারদের। সেই যন্ত্রণা আজও কুড়ে কুড়ে খায় সবুজ-মেরুন ফুটবলারদের। তবে এবার সময় বদলেছে, দুই দলের মধ্যে ও বিস্তর বদল এসেছে।

হুয়ান ফেরেন্দোর হাত ধরে আরও একবার আইএসএলের ফাইনালে উঠেছে এটিকে মোহনবাগান। বিপক্ষে সেই বেঙ্গালুরু এফসি। যাদের কাছে পরাজিত হয়ে একাধিকবার একাধিক টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড কে। তাই এবার হুগো বুমোস ও দিমিত্রিদের সামনে রেখেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান ফুটবলারদের। পূর্বে ফাইনাল ম্যাচের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। এবার মুখ খুললেন দলের আরেক তারকা ফুটবলার শুভাশিস বসু।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সেমিফাইনাল জেতার পরেই প্রীতম সাংবাদিকদের জানিয়েছিলেন, গোয়া থেকে জিতেই শহরে ফিরবে গোটা মোহনবাগান দল। এবার সেই একই সুর শোনা গেল শুভাশিসের গলায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ইস্টবেঙ্গল ম্যাচের পর থেকেই আমরা প্রতিটা ম্যাচ কে ফাইনাল হিসেবে ধরেই এগিয়েছি। প্রত্যেকটা ই ডু অর ডাই। হয় জেতো নয় টুর্নামেন্ট থেকে বিদায় নাও। এই মনোভাব ই দেখা গিয়েছিল আমাদের ড্রেসিংরুমে। আমরা অনেকটাই সফল হয়েছি। এবার ফাইনাল। শেষ লড়াই। জিতলেই মাথায় উঠবে জয়ের শিরোপা।

মোট কথা নিজেদের গোল দুর্গ অক্ষত রেখেই ট্রফি জিততে মরিয়া সবুজ-মেরুন ফুটবলাররা। তবে এক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করে এসেছে এটিকে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। যিনি এই মরশুমের গোল্ডেন গ্লাভসের বিজয়ী। বলাবাহুল্য, টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এই শিরোপা পেয়ে গিয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন গতবারের সমস্ত রেকর্ড। তবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে নারাজ হিমাচল প্রদেশের এই ফুটবলার। তার মতে আইএসএল ট্রফি জিতলেই এই গোল্ডেন গ্লাভস যথেষ্ট অর্থপূর্ণ হবে। আসন্ন ফাইনাল ম্যাচে কতটা সক্রিয় থাকেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।