ATK Mohun Bagan: আইএফএ’র কাছে ক্ষমা চেয়ে নিল মোহনবাগান

দুই বছর কলকাতা ফুটবল লিগে না খেলার জন্যে আই এফ এ ‘র কাছে ক্ষমা চেয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বুধবার চিঠি লিখে ক্ষমা চেয়ে নেবে সবুজ মেরুন শিবির৷

Mohun Bagan

টানা দুই বছর কলকাতা ফুটবল লিগে না খেলার জন্যে আই এফ এ ‘র কাছে ক্ষমা চেয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বুধবার চিঠি লিখে ক্ষমা চেয়ে নেবে সবুজ মেরুন শিবির৷ পাশাপাশি কলকাতা লিগে অংশগ্রহণ করবে বলে জানিয়ে দেবে তারা। এটিকে মোহনবাগানের ক্ষমা চাওয়া কে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং চেয়ারম‍্যান সুব্রত দত্ত নৈতিক জয় হিসেবেই দেখছেন।পরবর্তী সময়ে সাংবাদিকদের তারা দুজনে জানিয়েছেন মোহনবাগানের কলকাতা লিগে যোগদান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

” ইস্টবেঙ্গল,মোহনবাগান,মহামেডান আইএফএ’র ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য,সন্তান সম‌। যেকোনো সন্তান যখন দোষ করে তখন তার বাবা মার যেমন তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, তেমন ক্ষমা করে দেওয়ার ক্ষমতা’ও রাখেন তারা।যে কাজটা তারা (এটিকে মোহনবাগান) করেছেন, সেটা আর কখনও করবেনা, তারা দোষ স্বীকার করেছে।আমার মনে হয় তাদের অবদান এবং গুরুত্বের কথা মাথায় রেখে তাদের ক্ষমা করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আইএফএ, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।” – এমনটাই বলেছেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত।

ইস্টবেঙ্গল,মোহনবাগান,মহামেডান- এই তিন দল কলকাতা লিগে খেললে ফের হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে কলকাতা লিগ।শেষ কয়েক বছর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান না খেলায় লিগটা খানিকটা ঘেটে গেছিলো সেকথা স্বীকার করে নিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, তবুও লিগের পুরনো গরিমা পুনরুদ্ধার করার বিষয় দারুণ আশাবাদী তিনি।তিন প্রদান কলকাতা লিগে খেললে ময়দানে ফের পুরানো উন্মাদনা ফেরার বিষয়ে আশাবাদী তিনি।