Sayani Das: ‘সাগরকন্যা’ সায়নী জয় করলেন কুখ্যাত কুক প্রণালী, কালনায় উচ্ছ্বাসের ঢেউ

আরও এক শিরোপা। এবার সাঁতারু সায়নী দাস (Sayani Das) অত্যন্ত বিপদসংকুল বলে কুখ্যাত কুক প্রণালী (Cook Strait) জয় করলেন। সায়নীর সাঁতার শুরু হতেই নিউজিল্যান্ড সরকারের…

আরও এক শিরোপা। এবার সাঁতারু সায়নী দাস (Sayani Das) অত্যন্ত বিপদসংকুল বলে কুখ্যাত কুক প্রণালী (Cook Strait) জয় করলেন। সায়নীর সাঁতার শুরু হতেই নিউজিল্যান্ড সরকারের তরফে জিপিএস ট্রাকার লিংক দেওয়া হয়। সেই লিংকে প্রতি মুহূর্তে সায়নীর অবস্থান দেখছিলেন দেশবাসী। সায়নী কুক প্রণালী অতিক্রম করা মাত্র পূর্ব বর্ধমানের কালনা জুড়ে উচ্ছাসের ঢেউ। 

জিপিএসে দেখা গেছে কুক প্রণালীর সাঁতরে অতিক্রম (২৯.৫ কিলোমিটার) করতে  সায়নীর মোট সময় লেগেছে ১১ ঘণ্টা  ৫১ মিনিট।  বারবার পথের মোড় নিতে হয়েছে। সর্বশেষ দুই কিলোমিটার আগে সম্পূর্ণ বাঁক নেন সায়নী। এতে তাঁর সময় বেশি লাগল। প্রতিকূল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি কুক প্রণালী পার হলেন। একই দিনে ভিন্ন পথে কুক প্রণালী পার করেছেন তুরস্কের ৫৯ বছরের স্যুইমার কামিল আলসারান ও মেক্সিকোর ৩৯ বছর বয়সী সিন্থিয়া ভালদেস।

১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক সম্পূর্ণ প্রণালীটি আবিষ্কার করেন এবং তার নামে এই প্রণালীর নামকরণ করা হয়। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা খুবই কঠিন। ইংলিশ চ্যানেল জয়ী সায়নী এবার  কুক প্রণালী জয়ী।

সায়নীর পিতা রাধেশ্যাম দাস সিপিআইএমের শিক্ষক সংগঠনের নেতা। অভিযোগ, তৃণমূল নানা ভাবে সায়নীকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেই বিতর্ক বড় আকার নেয়। তবে ইংলিশ চ্যানেল জয়ের পর সায়নীকে সংবর্ধনা দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কিন্তু বিতর্কটা থেকে গেছে।

সায়নীর সাগর জয়:
(১) ২০১৭ সালে ইংলিশ চ্যানেল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন।

(২) ২০২২ সালের এপ্রিল মাসের শেষের দিকে কালনার সায়নী হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল জয় করেন। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পার হতে তার সময় লাগে ১৯ ঘন্টা ১০ মিনিট।

(৩) এবারে সায়নী নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন।

কুক প্রণালী:
ভয়াল কুক প্রণালী কুক প্রণালী নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপকে পৃথককারী সামুদ্রিক প্রণালী। প্রণালীটি পশ্চিমে তাসমান সাগরকে পূর্বদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। এটি সর্বনিম্ন ২৩ কিলোমিটার থেকে সর্বাধিক ১৪৫ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এর গড় গভীরতা ১২৮ মিটার বা ৪২০ ফুট। নিউজিল্যান্ডের আদিবাসী জাতি মাওরিদের ভাষাতে এই প্রণালীটির নাম “রাউকাওয়া সাগর”।

কুক প্রণালীর দুই তীরেই খাড়া পার্বত্য ঢাল রয়েছে।এই প্রণালীতে সমুদ্রস্রোত বিপজ্জনক ও এখানকার জলবায়ু প্রায় ঝঞ্ঝাবিক্ষুব্ধ থাকে। এটি নৌযোগে অতিক্রম করা অত্যন্ত দুরূহ। জাহাজডুবির কারণে কুখ্যাত কুক প্রণালী। তাই নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের ওয়েলিংটন শহর থেকে দক্ষিণ দ্বীপের ব্লেনহাইম শহরে মূলত বিমানযোগে আকাশপথে কিংবা রেল ফেরির মাধ্যমে পরিবহন সম্পন্ন হয়।