Jhalda By Election: ভোট চলছে, খুন হওয়া কংগ্রেস নেতা তপন কান্দুর রাজনৈতিক ছায়া নিয়ে আলোচনা

পাহাড় থেকে সমতল, একদিকে পাহাড়ে জিটিএ নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ঠিক তেমনই সমতলেও ভোট শুরু হয়েছে। রবিবার ঝালদা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন শুরু…

পাহাড় থেকে সমতল, একদিকে পাহাড়ে জিটিএ নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ঠিক তেমনই সমতলেও ভোট শুরু হয়েছে। রবিবার ঝালদা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন শুরু হয়েছে।

বৃষ্টিকে সঙ্গী করেই এদিন সকাল থেকেই চোখে পড়েছে ভোটারদের লম্বা লাইন। এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ বলে খবর । প্রসঙ্গত এই ওয়ার্ডেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। তারপর এই ২ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। প্রায় সাড়ে তিন মাস আগে পৌর নির্বাচনে ওই ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তপন কান্দু। কংগ্রেস প্রার্থী তপন ১২৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে, যিনি কিনা তাঁর আপন ভাইপো। তার পর গত ১৩ মার্চ খুন হয়ে যান তপন। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান এই কংগ্রেস কাউন্সিলর। এরপরেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। বর্তমানে তার হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।

নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ঝালদায় মোতায়েন রয়েছে ৩ জন ডিএসপি পদমর্যাদার আফিসার, ৫ জন ইন্সপেক্টর এবং ১ হাজার ৪০০ জন পুলিশকর্মী ।