Budge Budge: অভিষেকের নির্বাচনী এলাকার বাজি কারখানায় আগুনে এনআইএ তদন্ত দাবি

বজবজ (Budge Budge) বাজি কারখানায় ‘বিস্ফোরণে’র ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল বিজেপি৷ টুইট করে এই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷

factory in Budge Budge.

বজবজ (Budge Budge) বাজি কারখানায় ‘বিস্ফোরণে’র ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল বিজেপি৷ টুইট করে এই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷ শুভেন্দুর এই টুইটকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে৷ প্রসঙ্গত, বজবজ এই এলাকাটি টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে৷ স্বাভাবিকভাবেই এই বাজি কারখানায় আগুনের ঘটনা ভিন্নমাত্রা পেয়েছে৷

উল্লেখ্য, এগরার পর রবিবার রাতে বজবজ ফের বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনার তৈরি হয়েছে৷ বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, দাবি স্থানীয়দের। বাড়ির মধ্যে বসেই বাজি বানানো হয়। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷

এদিকে এই ঘটনার পর থেকেই রাতেই বেআইনি বাজি কারখানায় হানা দিতে শুরু করে পুলিশ৷ এই পুলিশি অভিযানের জেরে এলাকার মানুষ বেজায় ক্ষিপ্ত৷ সোমবার সকাল থেকে বজবজের ওই গ্রামে ঢোকার রাস্তায় জমায়েত করে আছেন স্থানীয় বাসিন্দারা৷ তারা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এলাকায় ঢুকতে দিচ্ছে না৷