Purulia: তপন কান্দু খুনে জামিন পেলেন না ৫ অভিযুক্ত

পুরুলিয়া ঝালদায় খুন হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তারপর থেকেই বঙ্গ রাজনীতি হয়ে উঠেছে উত্তপ্ত। সেই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তপন কান্দু খুনে…

পুরুলিয়া ঝালদায় খুন হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তারপর থেকেই বঙ্গ রাজনীতি হয়ে উঠেছে উত্তপ্ত। সেই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তপন কান্দু খুনে জামিন পেলেন না ৫ জন অভিযুক্ত।

আইনজীবী জামিনের আবেদন জানালে নাকচ করে দেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। ফের তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আদালতে আরও একবার ধৃত আসিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানায় সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে সওয়াল করেন, জিজ্ঞাসাবাদ করলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়।

জানা গিয়েছে, শুনানিতে অভিযুক্তদের জেল হেফাজত হয়েছিল। সেই সময়সীমা পূরণ হওয়ায় বুধবার ফের অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের পক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করলে তার তীব্র বিরোধিতা করেন সিবিআই আইনজীবী