Tag Archives: Ivan Gonzales

Ivan Gonzales: ইভান সমস্যার সমাধানে লাল-হলুদ কোচ, কী ভাবছে ম্যানেজমেন্ট?

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে জোড়কদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। খেলোয়াড় চূড়ান্ত করার কাজ এগিয়ে নিয়ে এবার ঘোষণা করার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই দলের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছেন ওডিশা এফসি দলের অন্যতম তারকা নন্দকুমার শেখর।

গত ফুটবল মরশুমে তার হাত ধরেই সুপার কাপ জিতেছিল ওডিশা। পরবর্তীতে কলকাতার এই প্রধানের সঙ্গে যুক্ত হন হায়দরাবাদ এফসির অন্যতম তারকা ফুটবলার বোরহা হেরেরা। তারপর গতকাল এক বছরের জন্য কেরালা থেকে লোনে এলেন নিশু কুমার। এক কথায় বলতে গেলে চমকের পর চমক।

অনেকের মতেই গত তিন বছরের তুলনায় এবার যথেষ্ট শক্তিশালী দল বানাচ্ছে কলকাতার এই প্রধান। তবে সমস্যা দেখা দিয়েছে দলের পুরোনো তারকা ইভান গঞ্জালেসকে (Ivan Gonzales) নিয়ে। আগত ফুটবল মরশুমের জন্য তাকে দলে রাখতে রাজি নয় ইস্টবেঙ্গল। তাই চুক্তির কথা মাথায় রেখে মোট পাঁচ মাসের বেতন দিয়েই নাকি ইভানকে রিলিজ করতে চাইছে ইস্টবেঙ্গল।

যা একদম মেনে নিতে পারছেন না ইভান ও তার এজেন্ট। তাদের দাবি অন্তত দশ মাসের বেতন দিলে অনায়াসেই রিলিজ নিয়ে নিতে পারেন তিনি। যা নিয়ে এক প্রকার ডামাডোল পরিস্থিতি ক্লাবের অন্দরে। এক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে দলের কোচ কার্লোস কুয়াদ্রাত কে।

মনে করা হচ্ছে, এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে একান্ত ভাবে আলোচনা করতে পারেন লাল-হলুদের বর্তমান কোচ। তাতে ও যদি সমস্যার সমাধান না আসে তাহলে আসন্ন মরশুমের জন্য হয়ত রেজিস্ট্রেশন করানো হবে না এই স্প্যানিশ ফুটবলার কে। তার বদলে আরেক বিদেশি ডিফেন্ডার কে বেছে নেবে মশাল ব্রিগেড।

East Bengal FC: ইভানকে ছাড়তে গিয়ে নাজেহাল পরিস্থিতি লাল-হলুদের, কিন্তু কেন?

গত মাসের শেষে নতুন কোচের নাম ঘোষণা করেছে দল। তারপর থেকেই জোড়কদমে গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার আর শেষ মুহূর্তে কোনো রকমে ঘর গোছানো নয়, বরং গতবারের থেকে কিছুটা বাজেট বাড়িয়েই দলবদলের আসরে নেমে পড়েছে এই প্রধান। এক্ষেত্রে গতবারের দুই তারকা ফুটবলার ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিং কে রেখে বাকি খেলোয়াড় সই করানোর কাজ শুরু করা হয়েছে তাদের তরফে।

যতদূর জানা গিয়েছে, সেক্ষেত্রে নাকি হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার জাভিয়ের সিভেরিও এবং বোরহা হেরেরা সহ আরো একাধিক বিদেশি তারকার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইমামি ম্যানেজমেন্ট। দিনকয়েক আগে ওডিশা এফসি থেকে নাকি সল ক্রেসপো ও চূড়ান্ত করে ফেলা হয়েছে ক্লাবের তরফে।

তবে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি ইস্টবেঙ্গলের তরফে। তবে দল গঠনের ক্ষেত্রে সক্রিয়তা থাকলেও পুরোনো তারকা ইভান গঞ্জালেসকে নিয়ে প্রবল সমস্যা দেখা দিয়েছে লাল-হলুদের অন্দরে। আসলে মোট দুই বছরের চুক্তিতে এই ক্লাবে সই করেছিলেন গঞ্জালেস। কিন্তু গত মরশুমে তার পারফরম্যান্স দেখে প্রচন্ড উদাস ক্লাব ম্যানেজমেন্ট। তাই সেক্ষেত্রে আসন্ন মরশুমে আর তাকে দলে রাখতে চায়না ইস্টবেঙ্গল।

অন্যদিকে, কার্লোস কুয়াদ্রাত দলের দায়িত্ব পাওয়ার পর বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছেন। তাই এফসি গোয়া থেকে আসা এই তারকা কে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ম্যানেজমেন্ট।

তাই গঞ্জালেসের বিকল্প খোঁজার কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। তবে এক্ষেত্রে ইভানের তরফে জানানো হয়, তাকে ছেড়ে দিলে পূর্ব প্রতিশ্রুতি মতো যেন পুরো পারিশ্রমিক প্রদান করা হয়। এই নিয়েই দেখা দিয়েছে প্রবল সমস্যা। এই বিরাট অঙ্কের অর্থ প্রদান করতে গিয়ে রীতিমতো আলোচনায় বসতে হচ্ছে কর্তাদের। তাই সেজন্য নাকি বেশ দড় কষাকষি ও চলছে উভয় পক্ষের মধ্যে। তবে চাহিদা মতো পারিশ্রমিক না পেলে ইভান যে ক্লাব ছাড়বেন না সে কথা পরিষ্কার। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় ক্লাব ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার।

East Bengal FC: সম্ভবত ইস্টবেঙ্গল ছাড়ছেন ইভান গঞ্জালেস, বদলে কাকে আনবে দল

গত দুই বছরের মতো এবারের ফুটবল মরশুমে ও হতশ্রী পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যারফলে, লিগ টেবিলের ৯ নম্বরে থেকেই কার্যত নিজেদের অভিযান শেষ করতে হয়েছে তাদের। বহু আশা নিয়ে সুপার কাপ শুরু করলেও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েই ফিরতে হয় কলকাতার এই প্রধানকে।

ইনভেস্টর বদলের পাশাপাশি বছর বছর দলের খেলোয়াড় বদল করেও খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি। এক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে দল গঠনের বাজেট ও বিদেশিদের গুনগত মান। তাই আগামী মরশুমের জন্য সেই সুপার কাপ থেকেই দল গঠনের কাজে নেমে পড়েন ক্লাবের কর্তারা।প্রথম দিকে মূলত দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার দিকে নজয দেওয়া হলেও কোচ নির্বাচনের পর থেকে বিদেশি ফুটবলার চূড়ান্ত করতে শুরু করে ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, শেষ আইএসএল মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও সুযোগ বুঝে নিজের জাত চিনিয়ে যান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। গোটা মরশুম জুড়ে মোট ১২টি গোল করেন তিনি। সেজন্য আইএসএল শেষ হতেই তার সাথে চুক্তি বাড়ায় লাল-হলুদ শিবির। সেইসাথে আগামী মরশুমের জন্য ইভান গঞ্জালেসের থাকার কথা থাকলেও বর্তমানে দলে অনেকটাই অনিশ্চিত এই তারকা। আসলে শেষ আইএসএল মরশুমে খুব একটা ভালো খেলতে না পারলেও দুই বছরের চুক্তি থাকায়, ইভানকে আরো একটা মরশুম রাখতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে শোনা যাচ্ছে, আগামী মরশুমে আর নাকি থাকতে চাইছেন না তিনি।

যারফলে, এবার জোড়া ডিফেন্ডারের খোঁজ শুরু করল লাল-হলুদ। বিগত কয়েকমাস ধরেই স্লাভকো ডামজানোভিচের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল ইমামি কতৃপক্ষ। তবে লাল-হলুদের থেকে ও যথেষ্ট ভালো প্রস্তাব দেওয়া হয় কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে। যারফলে, তার আসার সম্ভাবনা অনেকটাই কম। এক্ষেত্রে একাধিক বিকল্পের সন্ধানে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডারের কাছে অফারের ছড়াছড়ি

ইস্টবেঙ্গল এফসির (East Bengal) তারকা ফুটবলার দলের ডিফেন্সের শিরদাঁড়া ইভান গঞ্জালেসের (Ivan Gonzales) কাছে ইন্ডিয়ান সুপার লিগ খেলা তিনটে ক্লাব দলের অফার রয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি দলের অফার রয়েছে ইভানের কাছে।

লাল-হলুদ জার্সি গায়ে ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে নিয়েছে স্প্যানিয়ার্ড এই ফুটবলার।প্রতি গেমে পাসিং গড় ৩২.৮৯, ২৯৬ টি পাস খেলেছে ইস্টবেঙ্গলের এই ফুটবলার।৪৭ টি ক্লিয়ারেন্স রয়েছে দলের হয়ে ইভান গঞ্জালেসের।

রিয়াল মাদ্রিদ যুব ফুটবল উন্নয়ন প্রকল্প থেকে উঠে আসা এই ফুটবলারের ইস্টবেঙ্গল এফসি’তে আসার সময়ে সমর্থকরা যথেষ্ট আশাবাদী ছিল পারফরম্যান্সের নিরিখে।ভক্তদের হতাশ করেন নি স্প্যানিয়ার্ড এই ডিফেন্ডার।কিন্তু ট্রান্সফার বাজারে একজন পেশাদার ফুটবলারের কাছে অফার আসা এবং তা নিয়ে ভাবনা চিন্তার অবকাশ থেকেই যায়।সূত্রে খবর,এখনও পর্যন্ত ফুটবলার ইভান গঞ্জালেস আইএসএল ক্লাব দলের অফার নিয়ে বড় কোনও সিদ্ধান্তে আসেনি।তবে সমস্ত কিছুই ভাবনা চিন্তার স্তরে আছে।

Transfer window: ইভান গঞ্জালেসের পাশে খেলার সম্ভাবনা এই অস্ট্রেলিয় সেন্টার ব্যাকের

জানুয়ারির ফিফা ট্রান্সফার উইন্ডো (Transfer window) দিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি নিজেদের উন্নতির লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া। এই লক্ষ্য পূরণের জন্যে টিম ম্যানেজমেন্ট জুতসই ফুটবলারের খোঁজে হন্যে হয়ে পড়েছে।

সূত্রে খবর,অস্ট্রেলিয় সেন্টার ব্যাক অ্যারন ইভান্সকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি।বছর ২৮ এর অ্যারন এখন আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি টিমের ফুটবিলার।লিগে ৭ ম্যাচ খেলে ১ গোল রয়েছে অ্যারনের নামের পাশে।

লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের অজি এই ফুটবলারের দিকে আগ্রহের কারণ হল সেন্টার ব্যাক হিসেবে খেললেও ডিফেন্সিভ মিডফ্লিডার এবং রাইট ব্যাক পজিশনে অ্যারন ইভান্সের ফুটবল বোধ রয়েছে। অ্যারনের ডান পাটাও সাবলীল বল পায়ে,২০২৩ সালের ৩১ মে পর্যন্ত নর্থইস্টের সঙ্গে চুক্তিবদ্ধ অজি এই ফুটবলার। ইতিমধ্যে ফুটবলার ইভান্সের প্লেয়িং এজেন্ট এবং অ্যারনের সঙ্গেও
একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি টিম ম্যানেজমেন্ট।

চলতি আইএসএলে ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচে হার এবং তিন ম্যাচে জয়ের মুখ দেখা রেড এন্ড গোল্ড ব্রিগেড চাইছে গত সেশনে ‘লাস্ট বয়ে’র তকমা লাল হলুদ জার্সি থেকে মুছে ফেলতে।তাই অ্যারন ইভান্সের মতো একজন বহুমুখী ফুটবলার নিয়ে আগ্রহী হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্ট।

ISL: হায়দরাবাদ ম্যাচের আগে ভক্তদের স্বস্তির বার্তা ইস্টবেঙ্গল ফুটবলার ইভান গঞ্জালেসের

চলতি মাসের ৯ তারিখ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেকেন্ড বয় হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে লিগ টেবলে নীচের দিকে থাকা ইস্টবেঙ্গল এফসি (East Bengal), লিগে আট নম্বরে জর্ডন ও’ডোহার্টির লাল হলুদ শিবির।

তার আগে শনিবার ইস্টবেঙ্গল এফসির ফুটবলার ইভান গঞ্জালেসের টুইট পোস্ট লাল হলুদ ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।ওই টুইটের ক্যাপসনে লেখা,”এই মুহূর্তে মেজাজ 💛💜💛💜 লেকার্স ভক্ত”। চলতি লিগে রেড এন্ড গোল্ড ব্রিগেড ৮ ম্যাচ খেলে ৫ টা খেলায় হেরেছে,জিতেছে মাত্র তিন ম্যাচ।লাল হলুদ জার্সিতে ফের একবার ‘লাস্ট বয়ে’র তকমা সেটে যাওয়ার উদ্বেগে ভুগছে লাল হলুদ ভক্তরা। তাই সমর্থকদের আশ্বস্ত করতেই ইভানের এই টুইট পোস্ট যে,ঘাবড়ে যাওয়ার কিছু নেই,দল সঠিক পথেই চলছে।

https://twitter.com/IvanGGonzalezz/status/1598932087608061958?s=20&t=d1JlBmvimrO7YMybH63Okg

ওডিশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে অপ্রত্যাশিত হারের বিপর্যয় কাটিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে গত ম্যাচে উইনিং ট্র‍্যাকে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি।এমন আবহে পয়েন্ট টেবলে নিজেদের উন্নতির জন্য প্র‍্যাকট্রিসে রীতিমতো ঘাম ঝড়াচ্ছে ইস্টবেঙ্গল এফসির খেলোয়াড়রা।হেডকোচ স্টিফেন কনস্টাটাইন ISL শুরুর সময়ে বলেছিলেন, লিগ টেবলে প্রথম পাঁচজনের মধ্যে থাকাটা লক্ষ্য।কিন্তু চিত্র এখন পাল্টে গিয়েছে।ISL এখনও ১২ টা ম্যাচ খেলতে হবে হাওকিপ, মহেশদের।লাল হলুদ ব্রিগেডের লক্ষ্য এই খেলাগুলো থেকে যতটা বেশি সম্ভব পয়েন্ট অর্জন করে লিগ টেবলে নিজেদের উন্নতি করা।

কন্যার সঙ্গে খুনসুটির মুহুর্ত শেয়ার করতেই ভক্তদের ঢলে ভাইরাল পোস্ট

মঙ্গলবার, ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডার ইভান গঞ্জালেস (Ivan Gonzales) নিজের মেয়েকে কাঁধে চাপিয়ে একটি ছবি পোস্ট করেন নিজের টুইটার হ্যান্ডেলে।ওই ছবি পোস্ট হতেই লাল হলুদ সমর্থকদের আবেগ আছড়ে পরে।যা এই মুহুর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

প্রসঙ্গত, ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল শিবির।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর,সেকেন্ড হাফের তিন মিনিটের মধ্যে দু’গোল লজ্জায় মাথা নত লাল হলুদ ভক্তদের।তবে টিম বাউন্সব্যাক করতে মুখিয়ে রয়েছে এবং আগামী রবিবার ইস্পাত নগরীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন পয়েন্টের অর্জনের লক্ষ্যে রেড এন্ড গোল্ড বিগ্রেড ঝাঁপাবে,এটাই স্বাভাবিক।

https://twitter.com/IvanGGonzalezz/status/1594946290797973506?s=20&t=BQMHaykH-3KsQ9zb_DDhig

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ইস্পাত নগরীর দলটির অবস্থা মোটেও ভালো নয়।৬ ম্যাচ খেলে চারটেতেই হেরেছে এইডি বুথরয়েডের ছেলেরা,জিতেছে এক ম্যাচ ড্র এক ম্যাচে।তুল্যমূল্য বিচারে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর দু’দলই লিগে অস্তিত্ব সংকটে ভুগছে।লাল হলুদ শিবির ৭ ম্যাচ খেলে মাত্র দু’ম্যাচে জয় পেয়েছে আর চার ম্যাচ হেরে লিগ টেবলে ৮ নম্বরে,ইশান পণ্ডিতরা এক ধাপ নিচে টেবলে। স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা যেখানে সেশনের তৃতীয় জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তেমনিই ঋতিক দাস,জয় থমাস,ক্রিনো, জার্মেইন প্রীত সিংরা ঘরের মাঠে তিন পয়েন্টকে পাখির চোখ করে মাঠে নামবে।ফলে পিটার হার্টলি, লালদিনপুইয়াদের বিরুদ্ধে কঠিন লড়াই’র মুখে পড়তে চলেছে সুহের,জর্ডন, অঙ্কিত, মহেশরা।

আমাদের সুযোগ নিতে হবে: ইভান গঞ্জালেস

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই খেলার আগে বৃ্হস্পতিবার ইস্টবেঙ্গল এফসির ফুটবলার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন।

টানা চার ম্যাচ হারের পর গত শুক্রবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ২০২২-২৩ ফুটবল সেশনে দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে লাল হলুদ শিবির। ঘরের মাঠ যুবভারতীতে এখনও জয় অধরা লাল হলুদ ব্রিগেডের।এই সূত্রেই এদিন ইভান গঞ্জালেস সাংবাদিককের সঙ্গে কথা বলতে গিয়ে ভক্তদের আশ্বস্ত করার উদ্দ্যেশে বলেন,”কে কতগুলো গোল করেছে তা ভেবে আমরা দলের মুখোমুখি হই না। আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ। আমরা উচু চাপ দেওয়ার চেষ্টা করি এবং খুব বেশি ভুল করি না। আমাদের সুযোগ নিতে হবে।”

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসার আগের মুহুর্তেও ইস্টবেঙ্গল সমর্থকরা দলের পারফরম্যান্সের পাশাপাশি কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল স্ট্র‍্যাটেজি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে।তাই ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে তিন পয়েন্ট পাখির চোখ ইস্টবেঙ্গল স্কোয়াডের এমন বার্তা সমর্থকদের সামনে রাখতেই ইভানের প্রি ম্যাচ প্রেস মিটে এমন মন্তব্য।

ওড়িশা এফসি ম্যাচের আগে ইভান গঞ্জালেসের ‘বিস্ফোরক’ ভিডিও বার্তা

আগামী শুক্রবার, ঘরের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি,প্রতিপক্ষ ওড়িশা এফসি। ইতিমধ্যে এই ম্যাচের অনলাইন এবং অফলাইন টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে।

এই ম্যাচ দেখতে লাল হলুদ ভক্তরা যাতে দলবেঁধে বেশি বেশি করে মাঠে আসে এই কারণে ইস্টবেঙ্গল এফসি টিম নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিও আপলোড করেছে।ওই টুইট ভিডিওতে ফুটবলার ইভান গঞ্জালেসকে সমর্থকদের উদ্দ্যেশে বলতে শোনা গিয়েছে,”হে বন্ধুরা…আমরা শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবো,অনলাইন এবং অফলাইন টিকিট কেটে স্টেডিয়ামে চলে আসো।”

প্রসঙ্গত, শুক্রবার ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসির মধ্যে যে খেলা রয়েছে ওই ম্যাচের টিকিট ইতিমধ্যেই শহরের নির্দিষ্ট কয়েকটা জায়গা থেকে দেওয়া হচ্ছে।

খেলার অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে ফ্রাঙ্ক রস সেন্টারের গড়িয়াহাট, রাজডাঙা নবপল্লী (কসবা),ইটলগাছা (দমদম),সিআইটি রোড, দমদম মেট্রোর বিপরীতে,স্টারমার্ক (মনিস্কোয়ার মল),ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে।১৫ থেকে ১৭ নভেম্বর এই টিকিট পাওয়া যাবে বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। এরই সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ১৫-১৭ নভেম্বর খেলার টিকিট পাওয়ার সুযোগ রয়েছে বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। এরই সঙ্গে, অনলাইন টিকিটও পাওয়া যাবে ১৫-১৭ নভেম্বর।

East Bengal: ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক মন্তব্য কনস্টাটাইনের

শুক্রবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠ শত্রু ক্রান্তিরাভা স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

লিগ টেবলে সাত নম্বরে উঠে এসেছে লাল হলুদ ব্রিগেড। জয়ের এই রেশের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন এই জয়ে আমি খুশি তা জানাতে ভুল করেননি।

চলতি লিগে টানা চার ম্যাচে হার। নড়বড়ে ডিফেন্স লাইন ভক্তদের কাছ থেকে এমনই নিন্দার ঝড় বয়ে আসছিল টিম ইস্টবেঙ্গলের দিকে।লাল হলুদ টিমের ডিফেন্সের স্তম্ভ ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া শুরু হয়ে গিয়েছিল দলের ভিতরে এবং বাইরে। দলের অন্দরমহলেও এই নিয়ে জোর চর্চ্চা হয়েছে বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে তা স্বীকার করে নিয়ে কনস্টাটাইন সংবাদমাধ্যমকে জানান,”গত কয়েকদিন ধরে ওর সঙ্গে কথা হয়েছে আমার। আজ ও ভাল খেলেছে। দলের সবাই ক্লিন শিটি রেখে মাঠ ছাড়তে চাইছিল। আজ সেটাই হয়েছে। জিতে আমরা খুশি তো বটেই, তার চেয়েও বেশি খুশি গোল না খেয়ে জিততে পেরে। পুরো কৃতিত্ব দলের খেলোয়াড়দের। তারা যথেষ্ট পরিশ্রম করেছে। এ ছাড়া দলের স্টাফদেরও যথেষ্ট কৃতিত্ব প্রাপ্য এই লড়াই করার জন্য। একেই বলে দলগত প্রচেষ্টা।”

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে। এই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল শিবির আরও বেশি করে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেড এখনও জয় পায়নি।ভক্তদের প্রত্যাশা ঘরের মাঠে জয়ের রাস্তাতে ফিরে আসুক প্রিয় দল।

East Bengal FC: ইভান গঞ্জালেসের চাঞ্চল্যকর টুইট

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে চার ম্যাচ হারের পর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সেশনের দ্বিতীয় জয় নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।পয়েন্ট টেবলে উন্নতি ঘটিয়ে সাত নম্বরে উঠে এসেছে।

এমন এক মুহুর্তে লাল হলুদ খেলোয়াড় ইভান গঞ্জালেসের টুইট পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ইভান গঞ্জালেস টুইট পোস্ট করে যা ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটকে ট্যাগ করে লেখা,”
.@IvanGGonzalezz-এর চিত্তাকর্ষক এবং পিছনের নিশ্চিত প্রদর্শন @eastbengal_fc কে #বেঙ্গালুরুতে সমস্ত 3️⃣ পয়েন্টে সাহায্য করেছে
#BFCEBFC #HeroISL #LetsFootball #EastBengalFC #IvanGonzalez

https://twitter.com/IvanGGonzalezz/status/1591258030645334016?s=20&t=xDvdhAWi-LuelAeiawbntQ

প্রসঙ্গত,খেলা শেষে প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন, তাঁদের সাফল্যের পথে এটা আরও একটা পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়। অর্থাৎ রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী,উদান্ত সিংর মতো তারকা খচিত দলের বিরুদ্ধে জয় গোটা লাল হলুদ ব্রিগেডকে এক ঝটকায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং টাইটেলশিপে আরও ক্ষুরধার লাল হলুদ স্কোয়াড দেখা যাবে এটা কনস্টাটাইনের কথাতেই ঝড়ে পড়ছে।

Ivan Gonzales: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ইভান গঞ্জালেস

গত ইন্ডিয়ান সুপার লিগে(আইএসএল) এসসি ইস্টবেঙ্গলকে ম্যাচে দলের ডিফেন্স লাইন নিয়ে ল্যাজেগোবরে হতে হয়েছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই ২০২২-২৩ মরসুমের শুরু থেকেই লাল-হলুদ ঠিঙ্ক ট্যাঙ্ক কোমড়ে গামছা বেধে আসরে নেমে পড়েছিল। আর এই আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রথমেই দলের দুর্বল ডিফেন্স লাইনকে শক্তিশালী করার লক্ষ্যে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে (Ivan Gonzales) নিজেদের শিবিরে ভিড়িয়ে নিতে সক্ষম হয়। ইমামি ইস্টবেঙ্গল ২০২২-২৩ ফুটবল মরসুমে দলের ডিফেন্সের স্তম্ভ হিসেবে গত এপ্রিলেই সই পর্ব সেরে রেখেছিল স্প্যানিশ এই ডিফেন্ডারের সঙ্গে।

বুধবার, সামাজিক মাধ্যমে ইভান গঞ্জালেস একটি ছবি পোস্ট করেছে ওই ছবিতে দেখা যাচ্ছে, স্প্যানিশ এই ডিফেন্ডার ভারতে আসার জন্য লাগেজ গোছানোর কাজে ব্যস্ত এবং এরই অঙ্গ হিসেবে নিজের খেলার কয়েক জুতোজোড়ার ছবি প্রকাশ্যে এনেছে।এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে লাল হলুদ সমর্থকরা আহ্লাদে আটখানা।

স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস কবে কলকাতার মাটিতে পা রাখবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। দু একদিনের মধ্যে এই নিয়ে চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে, তবে এটা নিশ্চিত যে ইভানকে খুব শীঘ্রই লাল হলুদ জার্সিতে দেখা যাবে।

https://twitter.com/IvanGGonzalezz/status/1559842867270586368?s=20&t=o0x78HpoxU4m40DjTfrQKQ

৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার গত আইএসএলে এফসি গোয়ার জার্সিতে নজর কেড়েছিলেন। দু বছরের চুক্তিতে ইভান লাল হলুদ শিবিরে নাম লিখিয়েছে।২০২২-২৩ ফুটবল মরসুমে পদ্মা পাড়ের ক্লাব প্রথম বিদেশী ফুটবলার হিসেবে ইভান গঞ্জালেসের সঙ্গে চুক্তি করে এবং দলের অধিনায়কের ব্যাটন হাতে তুলে দিয়েছে।২০২০ সাল থেকে ইভান গঞ্জালেস এফসি গোয়ার জার্সি পড়ে ইন্ডিয়ান সুপার লিগে ৩৬ ম্যাচ খেলেছে।
গত দুই মরসুমে এফসি গোয়ার হয়ে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। স্প্যানিশ এই ডিফেন্ডার এফসি গোয়ার হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পাঁচবার অংশ নিয়েছেন। গত মরসুমে ইভান গঞ্জালেস এফসি গোয়ার অধিনায়কও ছিলেন।প্রসঙ্গত, স্প্যানিশ এই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ ‘সি’ দলেরও অংশ ছিলেন।