ISL: হায়দরাবাদ ম্যাচের আগে ভক্তদের স্বস্তির বার্তা ইস্টবেঙ্গল ফুটবলার ইভান গঞ্জালেসের

চলতি মাসের ৯ তারিখ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেকেন্ড বয় হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে লিগ টেবলে নীচের দিকে থাকা ইস্টবেঙ্গল এফসি (East Bengal), লিগে…

IVAN GON24LEZ

চলতি মাসের ৯ তারিখ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেকেন্ড বয় হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে লিগ টেবলে নীচের দিকে থাকা ইস্টবেঙ্গল এফসি (East Bengal), লিগে আট নম্বরে জর্ডন ও’ডোহার্টির লাল হলুদ শিবির।

তার আগে শনিবার ইস্টবেঙ্গল এফসির ফুটবলার ইভান গঞ্জালেসের টুইট পোস্ট লাল হলুদ ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।ওই টুইটের ক্যাপসনে লেখা,”এই মুহূর্তে মেজাজ 💛💜💛💜 লেকার্স ভক্ত”। চলতি লিগে রেড এন্ড গোল্ড ব্রিগেড ৮ ম্যাচ খেলে ৫ টা খেলায় হেরেছে,জিতেছে মাত্র তিন ম্যাচ।লাল হলুদ জার্সিতে ফের একবার ‘লাস্ট বয়ে’র তকমা সেটে যাওয়ার উদ্বেগে ভুগছে লাল হলুদ ভক্তরা। তাই সমর্থকদের আশ্বস্ত করতেই ইভানের এই টুইট পোস্ট যে,ঘাবড়ে যাওয়ার কিছু নেই,দল সঠিক পথেই চলছে।

ওডিশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে অপ্রত্যাশিত হারের বিপর্যয় কাটিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে গত ম্যাচে উইনিং ট্র‍্যাকে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি।এমন আবহে পয়েন্ট টেবলে নিজেদের উন্নতির জন্য প্র‍্যাকট্রিসে রীতিমতো ঘাম ঝড়াচ্ছে ইস্টবেঙ্গল এফসির খেলোয়াড়রা।হেডকোচ স্টিফেন কনস্টাটাইন ISL শুরুর সময়ে বলেছিলেন, লিগ টেবলে প্রথম পাঁচজনের মধ্যে থাকাটা লক্ষ্য।কিন্তু চিত্র এখন পাল্টে গিয়েছে।ISL এখনও ১২ টা ম্যাচ খেলতে হবে হাওকিপ, মহেশদের।লাল হলুদ ব্রিগেডের লক্ষ্য এই খেলাগুলো থেকে যতটা বেশি সম্ভব পয়েন্ট অর্জন করে লিগ টেবলে নিজেদের উন্নতি করা।