Qatar WC: মুক্তদ্বীপ কাতারে উঁকি দিলেই বাহার-ই-বাহার! আর অগনিত শ্রমিকের মৃত্যু যন্ত্রণা

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ফুটবল বিশ্বকাপ (Qatar WC) নিয়ে এ দেশটা এমন মাতোয়ারা যেন জন্মের আনন্দ করছে! এমনিতে অঢেল রিয়াল দিনার ডলারে বলীয়ান কাতার। দুনিয়ার…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ফুটবল বিশ্বকাপ (Qatar WC) নিয়ে এ দেশটা এমন মাতোয়ারা যেন জন্মের আনন্দ করছে! এমনিতে অঢেল রিয়াল দিনার ডলারে বলীয়ান কাতার। দুনিয়ার অন্যতম সেরা মাথাপিছু আয়ের দেশ। তবে কাতারে দৈন্য আছে। সেই দৈন্য ঢেকে এখন পারস্য উপসাগরের (persian gulf) তীরে থাকা দেশটির চারিদিকে বিপুল দেখনদারির পালা। প্রায় দু’দশক কাতারে আছি। দেখেছি অত্যাধুনিক নগরায়ণ বিজ্ঞানের বিপুল প্রয়োগ আর বিশ্বকাপের জন্য বিশেষ প্রস্তুতি।

সন্ধে নামলে কাতার আরও মোহময়ীAn Evening in Qatar’ মানুষের তৈরি আশ্চর্য নগরী

কাতারে বিশ্বকাপের এই জৌলুস বানানোর জন্য কত হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে সেটি এখনও অস্পষ্ট। নিহতদের তালিকায় বাংলাদেশি, ভারতীয়, নেপালি, পাকিস্তানিরা সবথেকে বেশি। এমনও সময় গেছে সার সার কফিনবন্দি দেহগুলি যেত এই সব দেশগুলিতে। নেপালি শ্রমিক মৃত্যুর হার এমন ছিল যে হিমালয়ের দেশটিতে আতঙ্কের নাম যেন কাতার। অথচ রোজগারের জন্য এই প্রবল শুকনো গরমের দেশে আসা শ্রমিকদের ঢল নেমেছিল।

অগনিত শ্রমিক মৃত্যুর সেই দুঃসহ সময় পার করে কাতার এখন একের পর এক দেশের বর্নিল পোশাকে রঙিন। পারস্য উপসাগর তীরে নেমেছে সব ভিনদেশি ফুটবল প্রেমীদের ঢল। সাগর তীর থেকে দোহা শহরের সর্বত্র ভিন্ন ভিন্ন দেশের বিশেষ ঝলকে ঝলমলে কাতার। এর মাঝে আরব দুনিয়ার নিজস্ব সংস্কৃতি নিয়ে আরও চমক দিচ্ছে কাতার।

বিশ্বকাপ চলছে। গ্রুপ লিগের পর এবার নকে আউটের পর্ব। অর্থাৎ মরণ বাঁচন লড়াই। মাঠের নব্বই মিনিটের ফুটবল ঝড়ে গ্যালারি জুড়েও রঙের ঝলক। আর মাঠের বাইরে কাতারি-আরব সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন দেশের চমক।

পারস্য উপসাগরের তলায় ঝিনুকের পেটে মুক্তো (কৃত্রিম মুক্তোচাষ নয়) কাতারের অন্যতম বাণিজ্যিক আয়ের উৎস। তবে খনিজ তেলের সরবরাহকারী হিসেবেই চিহ্নিত কাতার। বিশ্বকাপের ঠেলায় কাতার ছাড়াও আরব মুলুকের দেশগুলিতেও দোলা লেগেছে। প্রতিটি তেল উৎপাদক দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক মূদ্রার মান বেশ চনমনে।

আবার এই কাতারেই কর্মরত শ্রমিকদের বেতন বন্ধ নিয়ে টানাপোড়েন, বেতন না পাওয়ার ক্ষোভ, গাদাগাদি করে থেকে যতটুকু কম সম্ভব খরচ করে বেশি অর্থ দেশে নিয়ে যাওয়ার মরণপণ চেষ্টা চলেছে। ফুটবল বিশ্বকাপের প্রবল উন্মাদনায় এই দিকটি চাপা পড়ছে। দূর দেশে থাকা শ্রমিকের পরিবার টিভিতে দেখছেন তাদের বাড়ির এক মানুষ-ময়দানবের অপরূপ সৃষ্টি। আর ভাবছেন সব ভালো যার শেষ ভালো। ঘরের লোক থাকুক ভালো।