ISL: নিজামর্সদের বিরুদ্ধে টিমগেম নির্ভর ফুটবলেই জোর ইস্টবেঙ্গল শিবিরের

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির পরের খেলা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে, ৯ ডিসেম্বর শুক্রবার।ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে জামশেদপুর…

East Bengal camp

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির পরের খেলা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে, ৯ ডিসেম্বর শুক্রবার।ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে উইনিং ট্র‍্যাকে ফিরে আসা ইস্টবেঙ্গল হায়দরাবাদের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া।

হায়দরাবাদ ম্যাচের এখনও এক সপ্তাহ বাকি।কিন্তু লাল হলুদ ব্রিগেড প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ।দুবেলা জিম সেশন এবং গ্রাউন্ড প্র‍্যাকট্রিসে ঘাম ঝড়াচ্ছে অঙ্কিত মুখার্জীরা। হায়দরাবাদ ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তি ফিরে এসেছে।অধিনায়ক সৌভিক চক্রবর্তী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

   

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তীকে।জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ হয়ে দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দিলেও শারীরিক দুর্বলতার কারণে ‘মেন অফ স্টিল’দের বিরুদ্ধে প্রথম একাদশে ঠাই হয়নি সৌভিকের।কিন্তু এখন ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী সম্পূর্ণ ভাবে ম্যাচ ফিট,সৌভিকের শারীরিক দুর্বলতা আর নেই।তাই নিজামর্সদের বিরুদ্ধে ফুটবলার সৌভিক চক্রবর্তীর খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

ইস্টবেঙ্গলের আর এক বিদেশী ফুটবলার চ্যারিস কিরিয়াকুর ভ্রু’র চোট এখন অনেকটাই সুস্থতার দিকে।কিরিয়াকুর ভ্রু’র যে জায়গাতে চোট লেগেছিল সেই জায়গা থেকে ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে।কিরিয়াকু এখন শুধুমাত্র বিশেষ ধরনের মাস্ক পরেই টিমের সঙ্গে অনুশীলন করছে।
টিমগেম নির্ভর ফুটবল খেলেই জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে আনার স্ট্র‍্যাটেজিতে বিশ্বাস রেখে নিজামর্সদের বিরুদ্ধে দুটো উইং থেকে ক্রসপিস আর মাঝমাঠ থেকে ডিপ ডিফেন্সে বল বাড়িয়ে দেওয়ার স্ট্র‍্যাটেজিতেই মাঝাঘষা করছে লাল হলুদ শিবিরের খেলোয়াড়রা।বিপক্ষের ডিপ ডিফেন্সে লোক বাড়িয়ে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের বিভ্রান্ত করে গোলের দরজা খোলাই কোচ স্টিফেন কনস্টাটাইনের লক্ষ্য।
প্রসঙ্গত, ISL পয়েন্ট টেবলে ইস্টবেঙ্গল এফসি ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচে হেরেছে,জয় এসেছে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবলে আট নম্বরে। রেড এন্ড গোল্ড ব্রিগেডের লক্ষ্য টেবলে যতটা সম্ভব নিজেদের জায়গার উন্নতি করা।