লিস্টন কোলাসো আমাদের দলের ব্যাটারি: কোচ হুয়ান ফেরান্দো

সাম্প্রতিক সময়ে গোল খরায় রয়েছে মোহনবাগান (ATK Mohun Bagan) স্ট্রাইকার লিস্টন কোলাসো (Liston Colaso)। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রতিপক্ষের গোল এরিয়ায় অনেকক্ষণ পায়ে বল রাখছেন…

Liston Colaco and Juan Ferrando during a Super Cup match

সাম্প্রতিক সময়ে গোল খরায় রয়েছে মোহনবাগান (ATK Mohun Bagan) স্ট্রাইকার লিস্টন কোলাসো (Liston Colaso)। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রতিপক্ষের গোল এরিয়ায় অনেকক্ষণ পায়ে বল রাখছেন তিনি। যার ফলে প্রতিপক্ষ তাদের রক্ষণ গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়ে যাচ্ছে এবং গোলের মুখও ক্রমশ বন্ধ করে দিচ্ছে। যদিও এমন অভিযোগ মানতে রাজি নন গোয়ানিজ স্ট্রাইকার লিস্টন কোলাসো।

২৪ বছরের সবুজ মেরুন স্ট্রাইকার কোলায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে বলেন, “বল পায়ে থাকলেই আমি বেশি ভাল খেলি। এটাই আমার গুণ বলতে পারেন। গত মরশুমেও এটাই করেছিলাম। কিন্তু তখন সফল হয়েছি বলে কেউ কিছু বলেনি। এই মরশুমটা ভাল যাচ্ছে না আমার। তাই অনেকের হয়তো এরকমই মনে হচ্ছে। তার মানে এই নয় যে, আমি অনেকক্ষণ বল পায়ে রাখছি। শুধু আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। আশা করি, আসন্ন ম্যাচগুলোতে সেই হারানো আত্মবিশ্বাস ফিরে পাব”।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অন্যদিকে, ATK মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো লিস্টন কোলাসোর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে কোলাসোর পাশে দাঁড়িয়ে তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছে।ফেরান্দোর কথায়,”ওর মধ্যে যে অফুরান প্রাণশক্তি রয়েছে, তা দলের ওপর দারুন প্রভাব ফেলে। ও হল আমাদের দলের ব্যাটারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওর মুখে যখন হাসি লেগে থাকে, তখন দলের অন্যদেরও দারুন মেজাজে পাওয়া যায়”।

টিমের স্ট্রাইকার লিস্টন কোলাসোকে দরাজ সার্টিফিকেট দেওয়ার ইস্যুতে হুয়ান ফেরান্দো আরও বলেছেন আইএসএলের ওয়েবসাইটে,”“আমার মনে হয়, লিস্টন ফুটবলে আক্রমণ ও রক্ষণের ধারণাটা বোঝার চেষ্টা করে সব সময়। কোন সময় বিপক্ষের ওপর চাপ বাড়াতে হবে, কখন ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আক্রমণে উঠতে হবে, কখন সতীর্থদের কাছাকাছি আনতে হবে এবং পায়ে বল রাখতে হবে, এগুলো ভাল বোঝে ও। এই মরশুমে এগুলো খুব বেশি করে দেখা যাচ্ছে ওর মধ্যে”।

লিস্টন কোলাসো নিজেকে একজন আদর্শ টিমম্যান হিসেবে দাবি করছেন আর সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দোর ফুটবল স্ট্র‍্যাটেজিতে টিমগেম নির্ভর ফুটবল অগ্রাধিকারে।এই প্রেক্ষিতে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ATKমোহনবাগানে লিস্টন কোলাসোর বিকল্প খুঁজে পাওয়ার চেষ্টা বৃথা,কেননা ফেরান্দোর গুডবুকে রয়েছে গোয়ানিজ স্ট্রাইকার লিস্টন কোলাসো ফেরান্দোর ফুটবল বোধে ‘তুরুপের তাস’ হওয়ার কারণে।