East Bengal FC: ইভানকে ছাড়তে গিয়ে নাজেহাল পরিস্থিতি লাল-হলুদের, কিন্তু কেন?

গত মাসের শেষে নতুন কোচের নাম ঘোষণা করেছে দল। তারপর থেকেই জোড়কদমে গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার আর শেষ মুহূর্তে…

Ivan Gonzales' performance

গত মাসের শেষে নতুন কোচের নাম ঘোষণা করেছে দল। তারপর থেকেই জোড়কদমে গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার আর শেষ মুহূর্তে কোনো রকমে ঘর গোছানো নয়, বরং গতবারের থেকে কিছুটা বাজেট বাড়িয়েই দলবদলের আসরে নেমে পড়েছে এই প্রধান। এক্ষেত্রে গতবারের দুই তারকা ফুটবলার ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিং কে রেখে বাকি খেলোয়াড় সই করানোর কাজ শুরু করা হয়েছে তাদের তরফে।

যতদূর জানা গিয়েছে, সেক্ষেত্রে নাকি হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার জাভিয়ের সিভেরিও এবং বোরহা হেরেরা সহ আরো একাধিক বিদেশি তারকার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইমামি ম্যানেজমেন্ট। দিনকয়েক আগে ওডিশা এফসি থেকে নাকি সল ক্রেসপো ও চূড়ান্ত করে ফেলা হয়েছে ক্লাবের তরফে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি ইস্টবেঙ্গলের তরফে। তবে দল গঠনের ক্ষেত্রে সক্রিয়তা থাকলেও পুরোনো তারকা ইভান গঞ্জালেসকে নিয়ে প্রবল সমস্যা দেখা দিয়েছে লাল-হলুদের অন্দরে। আসলে মোট দুই বছরের চুক্তিতে এই ক্লাবে সই করেছিলেন গঞ্জালেস। কিন্তু গত মরশুমে তার পারফরম্যান্স দেখে প্রচন্ড উদাস ক্লাব ম্যানেজমেন্ট। তাই সেক্ষেত্রে আসন্ন মরশুমে আর তাকে দলে রাখতে চায়না ইস্টবেঙ্গল।

অন্যদিকে, কার্লোস কুয়াদ্রাত দলের দায়িত্ব পাওয়ার পর বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছেন। তাই এফসি গোয়া থেকে আসা এই তারকা কে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ম্যানেজমেন্ট।

তাই গঞ্জালেসের বিকল্প খোঁজার কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। তবে এক্ষেত্রে ইভানের তরফে জানানো হয়, তাকে ছেড়ে দিলে পূর্ব প্রতিশ্রুতি মতো যেন পুরো পারিশ্রমিক প্রদান করা হয়। এই নিয়েই দেখা দিয়েছে প্রবল সমস্যা। এই বিরাট অঙ্কের অর্থ প্রদান করতে গিয়ে রীতিমতো আলোচনায় বসতে হচ্ছে কর্তাদের। তাই সেজন্য নাকি বেশ দড় কষাকষি ও চলছে উভয় পক্ষের মধ্যে। তবে চাহিদা মতো পারিশ্রমিক না পেলে ইভান যে ক্লাব ছাড়বেন না সে কথা পরিষ্কার। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় ক্লাব ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার।