Robson Robinho: রবিনহোকে নিয়ে থামছে না জল্পনা, আসবেন ভারতে?

বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা বিদেশি ফুটবলার রবসন রবিনহোকে (Robson Robinho) নিয়ে জল্পনা কিছুতেই থামছে না। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, তিনি নতুন ক্লাবে যোগ দিতে…

Robson Robinho

বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা বিদেশি ফুটবলার রবসন রবিনহোকে (Robson Robinho) নিয়ে জল্পনা কিছুতেই থামছে না। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, তিনি নতুন ক্লাবে যোগ দিতে আগ্রহী। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব আক্রমণভাগের এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে মনে করা হচ্ছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইস্টবেঙ্গলের নাম।

   

কেন ক্লাব বদল করতে চাইছেন রবসন রবিনহো?

Jamshedpur FC: নেই কোনো সই সংবাদ, শুধুই বিদায়!

এমন বহু ফুটবলার রয়েছেন যারা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। বাংলাদেশের সেরা ফুটবল লিগে খেলছেন দীর্ঘ দিন ধরে। নিঃসন্দেহে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার তিনি। বাংলাদেশে নতুন করে আর কিছু তাঁর পাওয়ার নেই। সেক্ষেত্রে রবিনহো নতুন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে ভাবতেই পারেন।

বাংলাদেশের অন্যতম সফল ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। বসুন্ধরার সাফল্যের অন্যতম কারিগর এই রবসন রবিনহো। ফ্লুনিমেশের প্রাক্তন এই ফুটবলার বসুন্ধরা কিংসের হয়ে ইতিমধ্যে করেছেন পঞ্চাশের বেশি গোল। এছাড়াও রয়েছেন বেশ কিছু অ্যাসিস্ট। এশিয়ান টুর্নামেন্টে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচেও চোখে পড়ার মতো পারফর্ম করেছিলেন এই শৈল্পিক ফুটবলার।

Chennaiyin FC: ব্রাজিলের ভার্সেটাইল ফুটবলারকে নিশ্চিত করল ISL ক্লাব

বসুন্ধরা কিংস থেকে রবসন রবিনহো সত্যি কি আসছেন ভারতের কোনো ক্লাবে? হলফ করে এখনই কিছু বলা কঠিন। ট্রান্সফার উইন্ডো খোলার আগে মাঝে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। দল গঠন করার ব্যাপারে প্রায় সব ক্লাবের কর্তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তাঁরা কাকে সই করাবেন সেটা নিশ্চিত জানতে হলে আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।