Jamshedpur FC: নেই কোনো সই সংবাদ, শুধুই বিদায়!

একের পর এক ফুটবলারকে বিদায়। বুধবারও জামশেদপুর এফসির (Jamshedpur FC) অফিসিয়াল পেজ থেকে বিদায় বার্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়নি নতুন…

jamshedpur fc

একের পর এক ফুটবলারকে বিদায়। বুধবারও জামশেদপুর এফসির (Jamshedpur FC) অফিসিয়াল পেজ থেকে বিদায় বার্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়নি নতুন কোনো সই সংবাদ। জামশেদপুর এফসির ট্রান্সফার মার্কেট কৌশল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন ভারতীয় ফুটবল প্রেমী জনতার একাংশ।

   

Chennaiyin FC: ব্রাজিলের ভার্সেটাইল ফুটবলারকে নিশ্চিত করল ISL ক্লাব

ব্রাজিলের ইউটিলিটি ফুটবলার এলসিনহো, আক্রমণভাগের অন্যতম কান্ডারি দ্যানিয়েল চিমা চুকুউ, জিতেশ্বর সিংয়ের মতো ফুটবলরারদের সম্প্রতি বিদায় জানিয়েছে ক্লাব। পরিবর্তে নতুন কাদের ক্লাব সই করাবে সে ব্যাপারেই নেই কোনো স্পষ্ট উত্তর। এই পরিস্থিতিতে ফুটবল প্রেমীদের একাংশ প্রশ্ন তুলছেন, হচ্ছেটা কী?

রয় কৃষ্ণার পর আরও এক বিদেশির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল Odisha FC

২০২৩-২৪ মরসুম ভুলতে চাইবেন জামশেদপুর এফসির সমর্থকরা। মরসুমের শুরুর দিকে ক্লাব মিড টেবিলে থাকলেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি ক্লাব। কোচ বদল করেও খুব একটা কাজের কাজ হয়নি। মরসুমের মাঝামাঝি সময়ে খালিদ জামিলকে কোচ করে নিয়ে আসে জামশেদপুর এফসি। দায়িত্ব নেওয়ার পর শুরুটা ভাল করেছিলেন খালিদ। কিছু পয়েন্ট নিশ্চিত করতে পেরেছিলেন ক্লাবের পক্ষে। তবে প্লে অফে যাওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না। বারো দলের ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় এগারো নম্বরে মরসুম শেষ করেছিল ক্লাব।

 

জামশেদপুর গতবারের স্কোয়াড থেকে বেশিরভাগ বিদেশি ফুটবলারকে বিদায় জানাতে পারে এমনটা আগেই অনুমান করা হয়েছিল। চিমা ক্লাবের হয়ে রেকর্ড সংখ্যক গোল করলেও তাঁর ফর্ম ছিল পড়তির দিকে। এলসিনহোকে হয়তো সুযোগ দেওয়া যেতে পারতো। ক্লাবের পক্ষ থেকে এবার কিছু সই সংবাদ আশা করছেন সমর্থকরা।