Egra Blast: মমতার এগরা সফরের মাঝেই বাম মিছিলে উত্তাল এগরা

ভয়াবহ এগরা বিস্ফোরণের (Egra Blast) পর ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ও হোমগার্ডে চাকরির বার্তা দেন মুখ্যমন্ত্রী (Manata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এগরা…

Left Front Marches Turn Chaotic in Egra as Mamata Banerjee Visits the Area

ভয়াবহ এগরা বিস্ফোরণের (Egra Blast) পর ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ও হোমগার্ডে চাকরির বার্তা দেন মুখ্যমন্ত্রী (Manata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এগরা সফরের মাঝেই তৃণমূল কংগ্রেসের (TMC)বিরুদ্ধে বোমা বন্দুকের স্বর্গরাজ্য পরিণত করার স্লোগান দিয়ে বিরাট মিছিল করল (CPIM) সিপিআইএম। গত একযুগ ক্ষমতা থেকে বিচ্যুত সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্টের মিছিলের চেহারা দেখে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার (Purba Medinipur) রাজনীতিতে। সেই ছবি সামাজিক মা়ধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার এগরা ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে নিহতদের আত্নীয়দের উপস্থিতিতে মাথা নত করে ক্ষমা চান মু়খ্যমন্ত্রী। গত ১৬ মে খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় ১১ জনের।

মুখ্যমন্ত্রীর সফরের দিনই বিরাট বাম মিছিল হয়। খাদিকুলে বোমা বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এগরায় বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন দেওয়া হয়।এগরা সহ সমগ্র রাজ্যকে বোম- বন্দুকের স্বর্গ রাজ্যে পরিণত করা, পুলিশ প্রশাসনের মদতে অস্ত্র কারখানা চালানোর বিরুদ্ধে মিছিল হয়েছে বলে জেলা সিপিআইএমের নেতৃত্ব জানান।

অভিযোগ এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানা চলত। সেই কারখানার মালিক ভানু বাগ বাজি তৈরির আড়ালে বোমা বানাচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। বিস্ফোরণের মারাত্মক জখম হয়েও নিকটবর্তী ওড়িশায় পালিয়ে গেছিল ভানু। কটকের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এগরার বিস্ফোরণের পর পুলিশ জানিয়েছিল, আগেও বেআইনি বাজি কারখানার চালানোর অভিযোগে ভানু বাগকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে সে পুরনো ব্যবসা চালাচ্ছিল।