Ivan Gonzales: ইভান সমস্যার সমাধানে লাল-হলুদ কোচ, কী ভাবছে ম্যানেজমেন্ট?

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে জোড়কদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। খেলোয়াড় চূড়ান্ত করার কাজ এগিয়ে নিয়ে এবার ঘোষণা করার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।…

Ivan Gonzalez warns East Bengal players on Twitter

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে জোড়কদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। খেলোয়াড় চূড়ান্ত করার কাজ এগিয়ে নিয়ে এবার ঘোষণা করার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই দলের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছেন ওডিশা এফসি দলের অন্যতম তারকা নন্দকুমার শেখর।

গত ফুটবল মরশুমে তার হাত ধরেই সুপার কাপ জিতেছিল ওডিশা। পরবর্তীতে কলকাতার এই প্রধানের সঙ্গে যুক্ত হন হায়দরাবাদ এফসির অন্যতম তারকা ফুটবলার বোরহা হেরেরা। তারপর গতকাল এক বছরের জন্য কেরালা থেকে লোনে এলেন নিশু কুমার। এক কথায় বলতে গেলে চমকের পর চমক।

অনেকের মতেই গত তিন বছরের তুলনায় এবার যথেষ্ট শক্তিশালী দল বানাচ্ছে কলকাতার এই প্রধান। তবে সমস্যা দেখা দিয়েছে দলের পুরোনো তারকা ইভান গঞ্জালেসকে (Ivan Gonzales) নিয়ে। আগত ফুটবল মরশুমের জন্য তাকে দলে রাখতে রাজি নয় ইস্টবেঙ্গল। তাই চুক্তির কথা মাথায় রেখে মোট পাঁচ মাসের বেতন দিয়েই নাকি ইভানকে রিলিজ করতে চাইছে ইস্টবেঙ্গল।

যা একদম মেনে নিতে পারছেন না ইভান ও তার এজেন্ট। তাদের দাবি অন্তত দশ মাসের বেতন দিলে অনায়াসেই রিলিজ নিয়ে নিতে পারেন তিনি। যা নিয়ে এক প্রকার ডামাডোল পরিস্থিতি ক্লাবের অন্দরে। এক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে দলের কোচ কার্লোস কুয়াদ্রাত কে।

মনে করা হচ্ছে, এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে একান্ত ভাবে আলোচনা করতে পারেন লাল-হলুদের বর্তমান কোচ। তাতে ও যদি সমস্যার সমাধান না আসে তাহলে আসন্ন মরশুমের জন্য হয়ত রেজিস্ট্রেশন করানো হবে না এই স্প্যানিশ ফুটবলার কে। তার বদলে আরেক বিদেশি ডিফেন্ডার কে বেছে নেবে মশাল ব্রিগেড।