দলীয় কোন্দলের জেরে শতাধিক তৃণমূল ছেড়ে বিজেপিতে

মনোনয়নের শেষ দিনে তৃণমূলে ধস। প্রাক্তন অঞ্চল সভাপতি সহ প্রায় শতাধিকেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক যোগ দিল বিজেপিতে। সূত্রের খবর, বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনকে পঞ্চায়েতের…

মনোনয়নের শেষ দিনে তৃণমূলে ধস। প্রাক্তন অঞ্চল সভাপতি সহ প্রায় শতাধিকেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক যোগ দিল বিজেপিতে।

সূত্রের খবর, বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনকে পঞ্চায়েতের প্রার্থী করতে চলেছে গেরুয়া দল। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতির দাবি-“এরা তৃণমূলের কেউই না।”

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি নাকফুরি মুর্মু সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক বৃহস্পতিবার যোগ দেয় বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা নেতৃত্বরা।

উল্লেখ্য, মকরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট এবং প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি নাকফুরি মুর্মুর মধ্যে বিবাদ রয়েছে। শেষ নির্বাচন থেকে এক প্রকার নিষ্ক্রিয় ছিলেন নাকফুরি।

পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে মনোনয়ন এর শেষ দিন যোগ দেয় বিজেপিতে। এরপরেই নাকফুরি মুর্মু সহ বেশ কয়েকজনকে প্রার্থী করতে চলেছে বিজেপি। বিজেপিকে যোগ দিয়ে বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী শীটের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন নাকফুরি।

এই প্রসঙ্গে তৃণমূলের জেলার সভাপতি সুজয় হাজরা বলেন-“যারা তৃণমূল বলে বলছে নিজেদের তারা গত কয়েক বছরে কোথাও কোন তৃণমূলের কাজকর্মে ছিলেন না। এরা তৃণমূলের কেউই না। এই নাটকে তৃণমূলে কোনো প্রভাব পড়বে না।”