ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে চার ম্যাচ হারের পর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সেশনের দ্বিতীয় জয় নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।পয়েন্ট টেবলে উন্নতি ঘটিয়ে সাত নম্বরে উঠে এসেছে।
এমন এক মুহুর্তে লাল হলুদ খেলোয়াড় ইভান গঞ্জালেসের টুইট পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ইভান গঞ্জালেস টুইট পোস্ট করে যা ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটকে ট্যাগ করে লেখা,”
.@IvanGGonzalezz-এর চিত্তাকর্ষক এবং পিছনের নিশ্চিত প্রদর্শন @eastbengal_fc কে #বেঙ্গালুরুতে সমস্ত 3️⃣ পয়েন্টে সাহায্য করেছে
#BFCEBFC #HeroISL #LetsFootball #EastBengalFC #IvanGonzalez
https://twitter.com/IvanGGonzalezz/status/1591258030645334016?s=20&t=xDvdhAWi-LuelAeiawbntQ
প্রসঙ্গত,খেলা শেষে প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন, তাঁদের সাফল্যের পথে এটা আরও একটা পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়। অর্থাৎ রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী,উদান্ত সিংর মতো তারকা খচিত দলের বিরুদ্ধে জয় গোটা লাল হলুদ ব্রিগেডকে এক ঝটকায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং টাইটেলশিপে আরও ক্ষুরধার লাল হলুদ স্কোয়াড দেখা যাবে এটা কনস্টাটাইনের কথাতেই ঝড়ে পড়ছে।