Transfer window: মুম্বই সিটি এফসি ছেড়ে কী মোহনবাগানে বিক্রম, জানুন বিস্তারিত

জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) মুম্বই সিটি এফসির (Mumbai City FC) কুড়ি বছর বয়সী ভারতীয় ফুটবলার বিক্রম প্রতাপ সিংকে (Vikram Pratap Singh ) দলে…

Vikram Partap Singh

জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) মুম্বই সিটি এফসির (Mumbai City FC) কুড়ি বছর বয়সী ভারতীয় ফুটবলার বিক্রম প্রতাপ সিংকে (Vikram Pratap Singh ) দলে নেওয়াকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গেছিলো।একটা সময় অবধি এমন’ও শোনা যাচ্ছিলো তাকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান (Mohun Bagan)।

বর্তমানে বিক্রম প্রতাপ সিং ৩১ মে , ২০২৩ সাল অবধি মুম্বাই সিটি এফসি দলের সাথে চুক্তিবদ্ধ।এরমধ্যে শোনা গেছিলো বিক্রম প্রত‍্যাপ সিংকে আরো বছর তিনেকের জন্যে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে মুম্বাই সিটি এফসি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এবার এমন সমস্ত বিষয়ের জল্পনার অবসান ঘটালো খোদ মুম্বাই সিটি এফসি দলের কোচ দেস ব‍্যাকিংহ্যামে। তিনি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন – ” আমার দলের কোনও ফুটবলার দল পরিবর্তন করছেন না।”

এটিকে মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসির বিক্রম প্রতাপ সিং , বিপিন সিং এবং ছাঙতে – এই তিন ফুটবলারের নাম জড়িয়েছিলো।এই তিন ফুটবলারকে দলে নিতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড এমনটাই শোনা গেছিলো।একটা সময় শোনা যাচ্ছিলো যদিও বা বিক্রম প্রত‍্যাপ সিং কে আনা সম্ভব, কিন্তু বাকি যে দুই ফুটবলারের নাম জড়িয়েছে তাদের কোনও ভাবেই মুম্বাই সিটি এফসি থেকে আনা সম্ভব নয় সবুজ মেরুন শিবিরের।

এবার খোদ মুম্বাই সিটি এফসি দলের কোচ জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট তিন ফুটবলার মুম্বাই সিটি এফসি ছেড়ে কোথাও যাচ্ছে না।আর এই বক্তব্যের থেকে স্পষ্ট হয়তো বিক্রম প্রত‍্যাপ সিং আরও বছর তিনেকে চুক্তি করতে রাজি হয়ে গেছে মুম্বাই সিটি এফসির সাথে।