East Bengal: সুপার কাপে খারাপ ফল হলেই কনস্ট্যানটাইনকে ছেঁটে ফেলবে লাল-হলুদ

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গলের (East Bengal) । গত দুই মরশুমের মতো এবার ও কার্যত থাকল লাল-হলুদ। হিরো ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ঠিক চলনসই হলেও সময়ের সাথে সাথে একের পর এক ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে থাকে ইমামি ইস্টবেঙ্গল।

East Bengal wants to win

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গলের (East Bengal) । গত দুই মরশুমের মতো এবার ও কার্যত থাকল লাল-হলুদ। হিরো ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ঠিক চলনসই হলেও সময়ের সাথে সাথে একের পর এক ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে থাকে ইমামি ইস্টবেঙ্গল। যারফলে, লিগ টেবিলের ৯ নম্বরে থেকেই এবারের মতো নিজেদের অভিযান শেষ করে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব।

আরও পড়ুন: East Bengal: সম্ভবত ডার্বির দিনেই বোর্ড মিটিংয়ে বসছে ইমামি-ইস্টবেঙ্গল কোম্পানি

   

সময়ের সাথে সাথে ধৈর্য্যের বাধ ভাঙতে শুরু হয়েছে লাল-হলুদ সমর্থকদের। মরশুমের শুরুতে দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে থাকলেও বর্তমানে ভারতীয় দলের এই প্রাক্তন কোচ কে নিয়ে রীতিমতো রাগে ফুঁসছে সমর্থকদের একটা বিরাট অংশ। একই পরিস্থিতি খোঁদ ক্লাব কর্তাদের। জানা গিয়েছে, এবারের আসন্ন সুপার কাপই ডেডলাইন হতে চলেছে স্টিফেনের জন্য। তাই আইএসএলের মতো এই কাপ টুর্নামেন্টে দলের সেই পুরোনো ফল জারি থাকলে, অবিলম্বে চাকরি যাবে এই কোচের।

East Bengal FC coach Stephen Constantine

আরও পড়ুন: East Bengal-Emami: ফের প্রকাশ্যে ইস্টবেঙ্গল ও ইনভেস্টর সংঘাত? তুঙ্গে জল্পনা

তবে জানা গিয়েছে এবারের এই সুপার কাপে দল যদি শেষ চার পর্যন্ত নিজেদের অবস্থান পাকা করতে পারে তাহলে হয়ত আগামী মরশুমের জন্য দলের দায়িত্বের জন্য ভাবা হতে পারে স্টিফেন কনস্ট্যানটাইনকে। উল্লেখ্য, এবারের আইএসএলে দলের ফলাফল লক্ষ্য করেই এই কোচ কে ছাটাই করার দাবি উঠতে শোনা গিয়েছিল ক্লাবের অন্দরে। তবে মোহন-ইস্ট ডার্বি পর্যন্ত অপেক্ষা করছিলেন ইমামি কর্তারা। ডার্বিতে জয় পেলে কিংবা সবুজ-মেরুন কে আটকে দিলে আগামী মরশুমের জন্য হয়ত নিশ্চিত হয়ে যেতেন কনস্ট্যানটাইন।

আরও পড়ুন: East Bengal: প্রতিপক্ষের ঘর ভেঙে নিজেদের দল গোছাতে মরিয়া ইস্টবেঙ্গল

কিন্তু ফলাফল সেই আগের মতো থাকায় কোচের সঙ্গে যেন সম্পর্কে চিড় ধরতে শুরু করে ইমামির। পূর্বে এই ব্রিটিশ কোচের দৌলতে একে একে বেশ কিছু ম্যাচ জিততে শুরু করেছিল লাল-হলুদ শিবির তাই সহজেই তাকে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছিলেন না তারা। তাই হয়তো সুপার কাপ পর্যন্ত সময় দেওয়া হল কোচকে।

Stephen Constantine

আরও পড়ুন: East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল

অন্যদিকে, কোচ ও খেলোয়াড়দের নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ক্লাব সমিতির সদস্যদের পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের মনোনীত কোচ ও ফুটবলারদের একটি তালিকা তৈরি করে পাঠানো হয় ইমামি ইস্টবেঙ্গলের ডিরেক্টরদের কাছে। যা থেকে একথা পরিষ্কার, দলের পুরোনো মহিমায় থাকলে অনায়াসে নতুন কোচ আনার দিকেই ঝুঁকবে ইস্টবেঙ্গলের এই ইনভেস্টর। তবে স্টিফেনের বদলে আদৌ কাকে দলের দায়িত্ব দেওয়া হবে সেকথা এখনো জানা যায়নি। পাশাপাশি খেলোয়াড়দের ক্ষেত্রে একমাত্র ক্লেটন সিলভার সঙ্গেই নিজেদের চুক্তি বাড়িয়েছে ইমামি ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, ক্লেটন কে রাখার ক্ষেত্রে কোচের কোনও ভূমিকা না থাকলেও ইনভেস্টর ও ক্লাব কর্তাদের মধ্যে মতের মিল লক্ষ্য করা গিয়েছে।