East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল

স্টিফেন কনস্টাটাইনকে (Stephen Constantine) বিদায় জানানোর প্রক্রিয়া কার্যত পাকা৷ এবার আগামী মরসুমের জন্য এখনই থেকেই টিম সাজাতে চাইছে লাল-হলুদ (East Bengal FC) ম্যানেজমেন্ট৷

Sumit Pasi

একের পর এক হারের জন্য হেড কোচ স্টিফেন কনস্টাটাইনকে (Stephen Constantine) বিদায় জানানোর প্রক্রিয়া কার্যত পাকা৷ এবার আগামী মরসুমের জন্য এখনই থেকেই টিম সাজাতে চাইছে লাল-হলুদ (East Bengal FC) ম্যানেজমেন্ট৷ আর সেই লক্ষ্যেই ক্লেইটন সিলভারের সঙ্গে চুক্তি আরও এক মরসুমের জন্য বাড়িয়েছে৷ এবার শোনা যাচ্ছে টিমের ‘খলনায়ক’ সুমিত পাসিওকেও (Sumit Passi ) দল থেকে ছাঁটতে চাইছে ক্লাব কর্তারা৷

Sumeet Passi

   

আরও পড়ুন: Kolkata Derby: ইস্টবেঙ্গল জনতার কাছে খলনায়কই হয়ে রইলেন সুমিত পাসি

সুত্রের খবর, ডার্বির পরেই তিন সপ্তাহের জন্য টিমের সমস্ত সদস্যদের ছুটি দেওয়া হয়েছে৷ এই ছুটি পর্বের পরেই শুরু হবে সুপার কাপ৷ তাই ছুটি মধ্যে সুপার কাপের জন্য টিম প্রস্তুতের কাজ চলছে৷ এই সপ্তাহেই ক্লাবের বোর্ড মিটিং৷ সম্ভবত সেই বৈঠকেই স্টিফেন বিদায়ের কাজ শেষ করা হবে৷ একই সঙ্গে বেশকিছু খারাপ পারফর্মেন্সের ফুটলবলারকেও ছাঁটা হবে৷ আর সেই ছাঁটাইয়ের তালিকায় প্রথমেই আছে ‘খলনায়ক’ সুমিত পাসি৷

Sumit Passi

আরও পড়ুন: East Bengal: সুমিত পাসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিফেন কনস্টাটাইনের

গত বছর ডুরান্ড কাপে আত্মঘাতী গোল হাইপ্রেসার গেমে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে হারিয়েছিল সুমিত পাসি৷ তার উপর নিজের অফফর্মের কারণে ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তদের ‘চোখের বালি’ ফুটবলার হয়ে পড়েছিলেন সুমিত পাসি (Sumit Pasi)। কলকাতা লিগের ম্যাচ চলাকালীন লাল-হলুদ ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনকে ঘিরে ধরে সুমিত পাসিকে লাগাতার খেলানো নিয়ে আপত্তি জানিয়েছিল।

আরও পড়ুন: Sumit Passi: স্টিফেনের পছন্দের সুমিত পাসি এখন চিন্তার কারণ

কোচ স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) পাসির ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সমর্থকদের শত সমালোচনাতেও আস্থার ভিত নড়ে যায়নি তা লাল-হলুদ কোচের বক্তব্যে তা বার বার পরিষ্কার হয়েছে৷ কার্যত পছন্দের ছাত্রকে সব সময় বাড়তি সুযোগ এবং আস্থা রেখেছিলেন ইংরেজবাবু৷ কিন্তু এবার সেই হেডস্যারেই সঙ্গেই লাল-হলুদ জার্সি খুলতে হতে পারে সুমিতকেও৷