I League: শেষ ম্যাচে সুদেবা এফসিকে বড় ব্যবধানে হারাল ব্ল্যাক প্যান্থাররা

লিগের শেষের দিকে দলের প্রাক্তন তারকা ফুটবলার তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর হাতে দল তুলে দেয় সাদা-কালো শিবির। তারপর থেকেই ফের পুরোনো মেজাজে খেলতে দেখা যায় রেড রোডের এই ক্লাবকে। তবে দলের দায়িত্ব পেয়ে মাত্র ৪-৫ টি ম্যাচ খেলানোরই সুযোগ পেয়েছেন মেহরাজ

145
Mohammedan SC
Advertisements

আজ ফের বড় জয়। আইলিগের (I League) শেষ ম্যাচে সুদেবা এফসিকে (Sudeva Delhi FC) ৫-২ গোলে পরাজিত করল ব্ল্যাক প্যান্থাররা (Mohammedan SC)। হ্যাট্রিক করলেন দাউদা। এবছরের আইলিগের একেবারে শুরু থেকেই কার্যত হতশ্রী অবস্থা ছিল মহামেডান স্পোটিং ফুটবল ক্লাবের। বহু আশা রেখে বাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনাকে দলের দায়িত্ব দেওয়া হলেও দলের পরাজয় ঘটতে থাকে বারংবার।

শেষমেশ, লিগের শেষের দিকে দলের প্রাক্তন তারকা ফুটবলার তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর হাতে দল তুলে দেয় সাদা-কালো শিবির। তারপর থেকেই ফের পুরোনো মেজাজে খেলতে দেখা যায় রেড রোডের এই ক্লাবকে। তবে দলের দায়িত্ব পেয়ে মাত্র ৪-৫ টি ম্যাচ খেলানোরই সুযোগ পেয়েছেন মেহরাজ। তবে সবদিক বিবেচনা করে দেখলে আগের তুলনায় অনেকটাই ভালো ফলাফল করতে শুরু করে দল। তবে পয়েন্টের নিরিখে অনেক এগিয়ে থেকেই আইলিগ সুনিশ্চিত করেছে রাউন্ড গ্লাস পাঞ্জাব। যারফলে আজকের ম্যাচ নিয়ে তেমন কোনও গুরুত্ব ছিল না সকলের কাছে।

Advertisements

তবে গতকাল থেকেই এসব মানতে নারাজ ছিলেন মেহরাজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারংবার আজকের ম্যাচ কে বিরাট গুরুত্ব দেওয়ার পক্ষপাতী ছিলেন তিনি। সামনের মাসেই শুরু হচ্ছে দেশের সব থেকে বড় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। যেখানে সম্ভবত এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেই নিজেদের অভিযান শুরু করবে সাদা-কালো শিবির। তাই আজকের ম্যাচ জিতেই বাড়তি অক্সিজেন পেল তার দল।আজ ম্যাচে হ্যাট্রিক করেন সাদা-কালোর অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আবিওলা দাউদা। পাশাপাশি দলের হয়ে গোলের সংখ্যা বাড়ান নিকোলা স্তোযেনোভিচ ও ফাইয়াজ আলি।

Advertisements

উল্লেখ্য, এবছর সুপার কাপের মতো টুর্নামেন্ট গুলির কথা মাথায় রেখেই মেসির দেশের ফুটবলার কে সই করাতে চলেছে মহামেডান। যিনি আগে এই সুদেবা এফসির হয়েই আইলিগ খেলতে এসেছিলেন। তবে সুদেবার বাজে পারফরম্যান্সের দরুন মরশুমের শেষে নিজে থেকেই ক্লাব বদলের পরিকল্পনা করেন অ্যালেক্সিস গোমেজ। সেই সুযোগ কে কাজে লাগিয়েই তার সাথে কথাবার্তা শুরু করে মহামেডান ম্যানেজমেন্ট।

Advertisements