ATK Mohun Bagan: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য দল ঘোষণা করল মোহনবাগান

নিজেদের স্যোশাল সাইট থেকে এই ডেভেলপমেন্ট লিগের জন্য নিজেদের দল ঘোষণা করল এটিকে মোহনবাগান শিবির। যেখানে দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন জোসেফ মারিয়া রোমা গিলবার্ট। যিনি উয়েফা প্রো লাইসেন্সের আওতাধীন। এছাড়াও সহকারী কোচ ও গোলকিপার কোচ হিসেবে রয়েছেন বিশ্বজিত ঘোষাল ও অভিজিৎ মন্ডল।

13973
ATK Mohun Bagan announced team
Advertisements

হিরো আইএসএলের পর ফের আরো একবার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। গতকাল রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে (Reliance Development League) বাংলার দল গুলিকে নিয়ে একটি গ্ৰপ প্রকাশ করা হয়।

যেখানে রয়েছে এটিকে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল ও কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব সহ ইউনাইটেড স্পোর্টস, নিউ আলিপুর সুরুচি সংঘের মতো ক্লাব গুলি। সেই সাথে ওডিশা ও ঝাড়খণ্ড থেকে রয়েছে ওডিশা এফসি ও জামশেদপুর এফসি। যা নিয়ে ফের উন্মাদনা চরমে উঠেছে সমর্থকদের মধ্যে।

Advertisements

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

Advertisements

এসবের মধ্যেই আজ নিজেদের স্যোশাল সাইট থেকে এই ডেভেলপমেন্ট লিগের জন্য নিজেদের দল ঘোষণা করল এটিকে মোহনবাগান শিবির। যেখানে দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন জোসেফ মারিয়া রোমা গিলবার্ট। যিনি উয়েফা প্রো লাইসেন্সের আওতাধীন। এছাড়াও সহকারী কোচ ও গোলকিপার কোচ হিসেবে রয়েছেন বিশ্বজিত ঘোষাল ও অভিজিৎ মন্ডল।

আরও পড়ুন: Juan Ferrando: হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করার কারণ সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহনবাগান কোচ

উল্লেখ্য, দলের সহকারী কোচ বিশ্বজিত ঘোষালের দখলে রয়েছে এফসি ‘সি’ লাইসেন্স। পাশাপাশি অভিজিৎ মন্ডলের দখলে রয়েছে এফসির ‘বি’ লাইসেন্স। তবে এবারের এই টুর্নামেন্টে যেসমস্ত খেলোয়াড়রা নিজেদের জায়গা করে নিলেন তাদের মধ্যে গোলরক্ষক হিসেবে রয়েছেন, আর্শ আনোয়ার শেখ, সৈয়দ জাহিদ হুসেন বুখারি, অভিষেক বালোয়ারি ও নন্দন রায়ের নাম।

আরও পড়ুন: ওগবেচেকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান, নতুন পরিকল্পনা বাগান কোচের?

পাশাপাশি, দলের রক্ষন সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রিয় তারকা সুমিত রাঠি, রবিবাহাদুর রানা, আমনদ্বীপ, ব্রজেশ গিরি,রাজ বাঁশফোর, রোহন রে, দ্বীপেন্দু বিশ্বাস, দ্বীপ বিশ্বাসবিশ্বাস সহ রাহুল কুমার, রাজ সিং সহ চন্দন যাদবের মতো তরুণ তারকাদের।

এবছর দলের মাঝমাঠ সামলাতে দেখা যাবে, অভিষেক সুরিওবন্মী, রিকি সাবং, শিবাজিত সিং, বাবাই জানা,আকাশ মন্ডল, তংশিন, কৌশিক দাস, শিবা মান্ডি, স্বর্ণদ্বীপ দাস ও শতভীক শর্মার মতো ফুটবলাররা। সেই সাথে প্রতিপক্ষের রক্ষনে ঝড় তুলতে দেখা যাবে মহম্মদ ফারদিন আলি মোল্লা,নাওরেম,এঙ্গসন সিং, মিলন মান্ডি, টাইসন সিং, উত্তম হাঁসদা সহ কিয়ান নাসিরির মতো দাপুটে ফুটবলারদের।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ মার্চ ডার্বিতে নামছে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইএসএলের পরে এই লিগে ও জয় পাবে সবুজ-মেরুন? নাকি বদলা নেবে লাল-হলুদ? সেদিকেই তাকিয়ে সবাই।

Advertisements