ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

নিজামের শহরে আইএসএলের প্রথম লেগের সেমিফাইনাল গোলশূন্য থেকে গিয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ম্যাচ।

Vishal Kaith

নিজামের শহরে আইএসএলের প্রথম লেগের সেমিফাইনাল গোলশূন্য থেকে গিয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ম্যাচ। তবে ম্যাচের প্রথমার্ধে দুটো সহজ সুযোগ হাতছাড়া হয় হায়দরাবাদ ফুটবলারদের। জবাবে এটিকে মোহনবাগানের তরফে লিস্টন – প্রীতমরা বিপক্ষের ডিফেন্সে ঝড় তুললে ও গোলের মুখ খুলতে ব্যর্থ হন সকলেই।

যারফলে, ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয় সকলকে। যা নিয়ে হতাশ এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরেন্দো। তবে এক্ষেত্রে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন দলের তিন কাঠির অন্যতম প্রহরী বিশাল কাইথ। একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করে দিয়েছেন অতিসহজেই। চোট থেকে ফেরার পরে ও নিজের সেই পুরোনো ফর্ম ধরে রাখলেন দলের এই ভরসাযোগ্য তারকা।

নাহলে গতকাল নিজামের শহর থেকে একরাশ হতাশা নিয়েই ফিরতে হত বুমোস-দিমিত্রিদের। এবার দ্বিতীয় লেগের লড়াই। আগামী ১৩ ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসির সঙ্গে পরবর্তী সেমিফাইনালে নামবে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান। যেখানে দলের হয়ে গলা ফাটাতে আসবে হাজার হাজার সবুজ-মেরুন সমর্থক। তাছাড়া অ্যাওয়ে ম্যাচে ড্র করে আসায় ঘরের মাঠে বাগানের বাড়তি অ্যাডভান্টেজ থাকবে বলেই মনে করছেন অনেকে।

তবে এই কয়েকদিনের মধ্যে আদৌ দল লড়াইয়ের কতটা উপযোগী হয়ে উঠবে, তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, দলের এই ফলাফলে আমি প্রচন্ড হতাশ। তবে হায়দরাবাদ এফসি যথেষ্ট ভালো দল। তাই কাজটা করা যথেষ্ট কঠিন ছিল আমাদের সকলের কাছে। তাছাড়া ওরা গতবারের চ্যাম্পিয়ন ও বটে। এখন পরবর্তী সেমিফাইনালের জন্য আমাদের প্রস্তুতি সারতে হবে। সেই কাজটাও যথেষ্ট কঠিন হতে চলেছে। আসলে গত তিন বছর ধরে ওরা একইভাবে খেলে আসছে। তার প্রতিফলন প্রতিনিয়ত মাঠে দেখা যাচ্ছে।

সেইসাথে রয়ে গিয়েছে চোট আঘাতের মতো সমস্যা। যারফলে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে ও খুব একটা আশাবাদী নন বাগানের হেডস্যার। তবে দলে কিয়ান নাসিরির মতো খেলোয়াড়রা থাকলেও টানা নব্বই মিনিট ধারবাহিকভাবে খেলার মতো সমতা যে এখনো দেখা দেয়নি সেকথা আগেই স্বীকার করে নিয়েছিলেন কোচ। তবে গতকাল বিশালের উপস্থিতিতে কিছুটা হলেও যেন বাড়তি ভরসা জুগিয়েছে সবুজ-মেরুন শিবিরে।

এক কথায় এদিন এটিকে মোহনবাগানের ত্রাতার ভূমিকায় উঠে এসেছেন আইএসএলের এই গোল্ডেন গ্লাভস জয়ী তারকা। হায়দরাবাদ গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে বেড়ালে ও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় বিশালের দক্ষতার জন্য। একাধিকবার নিশ্চিত গোল আটকে দিয়েছিলেন তিনি। এবার শেষ লেগে এসে ও তাকে সঙ্গে নিয়ে ঘরের মাঠে হায়দরাবাদ বধের ছক কষছেন হুয়ান ফেরেন্দো।