East Bengal: অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত মেয়েকে হাসপাতালে রেখে দায়িত্বে অবিচল লাল-হলুদ কোচ

আরো একবার সেই ঘটনার ই পুনরাবৃত্তি দেখল কলকাতা ময়দান। এবার নিজের দায়িত্বে অবিচল থাকলেন লাল-হলুদের মহিলা ফুটবল দলের কোচ সুজাতা কর (East Bengal women’s football team coach Sujata Kar)।

East Bengal women's football team coach Sujata Kar

দায়বদ্ধতার নিরিখে বহুসময় বহু উদাহরণের সাক্ষী থেকেছে খেলার দুনিয়া। বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে সেই সংখ্যা অধিক থেকে অধিকতর। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বর্তমানের বিরাট কোহলি। নিজেদের আপনজন কে হারানোর ব্যাথা কিছুটা কমার আগেই ব্যাট-বল হাতে নিজেদের দায়িত্বে ফিরে যেতে দেখা গিয়েছে একাধিকবার।

তবে ফুটবলের দুনিয়া তে ও সেই সংখ্যা একেবারে কম নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে রোনাল্ডোর মতো বহু তারকা ফুটবলার বহু সমস্যার মধ্য দিয়ে ও মাথা ঠান্ডা রেখে যথাসাধ্য মতো চালিয়ে গিয়েছেন নিজেদের কাজকর্ম। সেই সাথে দলকে এনে দিয়েছেন সাফল্য। আরো একবার সেই ঘটনার ই পুনরাবৃত্তি দেখল কলকাতা ময়দান। এবার নিজের দায়িত্বে অবিচল থাকলেন লাল-হলুদের মহিলা ফুটবল দলের কোচ সুজাতা কর (East Bengal women’s football team coach Sujata Kar)।

জানা গিয়েছে, দোলের আগের দিন থেকেই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তার মেয়ে আরোহী। যারফলে, নিয়মিত যাতায়াত করতে হচ্ছে হাসপাতালে। তবে এসবের মাঝে ও নিজের কাজে ফাঁকি দিচ্ছেন না কোচ। দলের অনুশীলনের সময় নিয়মিত মাঠে থাকছেন তিনি। কোচের ভূমিকায় থেকে অবিচলভাবে নিজের সমস্ত দায়িত্ব পালন করছেন তিনি। যা সামনে আসতেই চমকে গিয়েছে ফুটবল মহল। তাঁকে কুর্নিশ জানাচ্ছেন বিশেষজ্ঞ থেকে আপামর সকল ফুটবল অনুরাগী। তার এই কাজ কে সম্মান জানিয়েছেন সকলেই।

গতকাল দলের অনুশীলনের পাশাপাশি বাংলার ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল লাল-হলুদ তাঁবুতে। সেখানে ও সময় মতো হাজির হয়েছিলেন সুজাতা কর। উল্লেখ্য, কিছু সময় আগে তাঁর নেতৃত্বে ই কন্যাশ্রী কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। যারফলে প্রচুর সমর্থকদের ভালোবাসা পেয়েছিলেন তিনি। এবার মহিলাদের জাতীয় লিগে দলের দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরাই মূল লক্ষ্য সুজাতার। তার এই বিপদের দিনে যথেষ্ট সাহায্য করছে ইস্টবেঙ্গল ক্লাব। নিয়মিত তার মেয়ের খোঁজ খবর নেওয়া হচ্ছে ক্লাবের তরফ থেকে। পাশাপাশি সাহায্য করছেন আইএফএর ভাইস প্রেসিডেন্ট।

যারফলে নিজের দায়িত্ব পালনে খুব একটা অসুবিধে হচ্ছে না কন্যাশ্রী কাপ জয়ী এই কোচের। বিশেষ সাক্ষাৎকারে লাল-হলুদের এই কোচ বলেন, এই সময়ে আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেইসাথে তার পালিত কন্যা অর্জিনা খাতুন যিনি দিনরাত আরোহীর পাশে রয়েছেন তাকে ও অসংখ্য ধন্যবাদ জানান কোচ সুজাতা কর।