Juan Ferrando: হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করার কারণ সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহনবাগান কোচ

গতকাল আইএসএলের সেমিফাইনালে হায়দরাবাদ কে ঘরের মাঠে আটকে দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করায় ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে হুয়ান ফেরেন্দোর (Juan Ferrando) ছেলেদের

Juan Ferrando

গতকাল আইএসএলের সেমিফাইনালে হায়দরাবাদ কে ঘরের মাঠে আটকে দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করায় ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে হুয়ান ফেরেন্দোর (Juan Ferrando) ছেলেদের। যা নিয়ে হতাশ সকলেই। তবে এত কিছুর পরেও খেলোয়াড়দের পাশেই দাঁড়ালেন স্প্যানিশ কোচ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের এই ফলাফলে আমি প্রচন্ড হতাশ। তবে হায়দরাবাদ এফসি যথেষ্ট ভালো দল। তাই কাজটা করা যথেষ্ট কঠিন ছিল আমাদের সকলের কাছে। তাছাড়া ওরা গতবারের চ্যাম্পিয়ন ও বটে। এখন পরবর্তী সেমিফাইনালের জন্য আমাদের প্রস্তুতি সারতে হবে। সেই কাজটাও যথেষ্ট কঠিন হতে চলেছে। আসলে গত তিন বছর ধরে ওরা একইভাবে খেলে আসছে। তার প্রতিফলন প্রতিনিয়ত মাঠে দেখা যাচ্ছে। তার সাথে ছেলেদের ক্লান্তির কথাও তোলেন তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আগামী সোমবার যুবভারতী তে আইএসএলের পরবর্তী লেগের সেমিফাইনাল খেলতে সবুজ-মেরুন শিবির। তা নিয়ে এখন থেকেই যথেষ্ট চিন্তিত তিনি। সেইসাথে যুক্ত হয়েছে দলের একাধিক ফুটবলারদের চোট আঘাতের মতো সমস্যা। সেজন্য পরবর্তী লেগে দল আদৌ কতটা লড়াই করতে পারবে তা নিয়ে চিন্তার ভাঁজ স্পষ্ট কোচের কপালে। পাশাপাশি প্রতিপক্ষ সহ নিজেদের পারফরম্যান্সের কঠোর বিশ্লেষণ করে তিনি বলেন, ম্যাচের প্রথমার্ধে হায়দরাবাদ দুটো সহজ সুযোগ নষ্ট করেছে। আমরাও একটা মিস করেছি। তবে দ্বিতীয়ার্ধে ওরা একটা সুযোগ নষ্ট করলেও, একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে আমাদের ছেলেরা। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত।

এবার ঘরের মাঠের সেমিফাইনাল পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরবর্তী ম্যাচে ও আমরা একই পরিকল্পনা নিয়েই মাঠে নামবো। প্রয়োজন মতো আক্রমণে জোর দেওয়ার পাশাপাশি রক্ষনভাগে ও নজর থাকবে আমাদের। তবে আগের তুলনায় রক্ষনভাগে আরো নজর দিতে হবে। সেক্ষেত্রে ডিফেন্ডারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। না হলে হায়দরাবাদ কে আটকানো যথেষ্ট কঠিন। সেইসাথে বল দখলের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ম্যাচে বল দখলের নিরিখে আমাদের থেকে অনেকটাই এগিয়ে ছিল হায়দরাবাদ এফসি। তাই স্কিলের উপরে ও বাড়তি নজর রাখতে হবে।

তার সাথে খেলোয়াড়দের ক্লান্তির কথা ও যুক্ত করেন সবুজ-মেরুনের হেডস্যার। তিনি বলেন, এবার ঘরের মাঠে সমর্থকদের মাঠে আসা অত্যন্ত দরকারি। অন্যথায় খেলোয়াড়দের চাঙ্গা করা যথেষ্ট কঠিন। গত একটি সপ্তাহের মধ্যে একাধিক ম্যাচ খেলতে হয়েছে আমাদের। সেইসাথে আবার আগামী সোমবার ঘরের মাঠে পরবর্তী সেমিফাইনাল। এতে খেলোয়াড়দের মনোবল বাড়ানো অত্যন্ত জরুরি।