SFI Rally: এসএফআইয়ের বিধানসভা অভিযানের শুরুতেই পথ আটকাল পুলিশ

রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই (SFI Rally)

SFI's assembly campaign

রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই (SFI Rally)। এসএফআইয়ের সেই অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন এলাকায়। মিছিলও এগোনোর আগেই এসএফআই কর্মীদের আটক করল পুলিশ। একাধিক ছাত্রনেতাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ইতিমধ্যেই দুই স্টেশন চত্বরে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন একাধিক সিনিয়র অফিসাররা। জমায়েত বাড়ার আগেই মিছিলও আটকাতে তৎপর পুলিশ। একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, একইভাবে শিয়ালদহ স্টেশন চত্বরে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। মিছিলও সেখান থেকে এগোতেই তাঁদের পথ আটকানো হয়।

প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি জানাবে তাঁরা। দ্বিতীয়ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। তৃতীয়ত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল এসএফআই কর্মীদের। কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের পরীক্ষার কারণে অনুমতি দেওয়া হয়নি। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে।

হাওরা ও শিয়ালদহ স্টেশন থেকে এদিন মিছিলের ডাক দেওয়া হয়েছিল বাম ছাত্র সংগঠনের তরফে। সেন্ট্রাল অ্যাভিনিউ ও এমজি রোড ক্রসিংয়ে দু’টি মিছিল মিশবে। তারপর তার অভিমুখ হওয়ার কথা ছিল ধর্মতলা হয়ে বিধানসভার দিকে। বেলা ১২ টা নাগাদ জমায়েতের জন্য বলা হয়েছিল। ধীরে ধীরে কর্মী সমর্থকরা এসে জমায়েত হচ্ছে। কিন্তু মিছিল এগোনোর আগেই পথ আটকাল পুলিশ।