SFI Rally: এসএফআইয়ের মিছিল রুখতে শিয়ালদহ স্টেশনে বিশাল পুলিশ বাহিনী

বাংলায় বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই (SFI Rally)।

বাংলায় বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই (SFI Rally)। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি লালবাজার। পুলিশের নির্দেশিকাকে উড়িয়ে শুক্রবার পথে নামতে চলেছে বাম ছাত্র সংগঠন। তার আগে শিয়ালদহ স্টেশনে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। এসএফআইয়ের মিছিলও আটকাতে বদ্ধপরিকর পুলিশ বাহিনী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পুলিশের তরফে জানানো হয়েছে, পরীক্ষার কারণে ছাত্রছাত্রীদের যাতায়তে অসুবিধা হবে। শহরের একাধিক প্রান্তে যানজট হতে পারে৷ সেই কথা ভেবে অনুমতি দেওয়া হয়নি। সকাল থেকে রয়েছে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। এসএফআইয়ের মিছিলও যাতে না বিধানসভা অবধি পৌঁছায়, সেই জন্য তৎপরতা রয়েছে পুলিশের তরফে।

হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে জোড়া মিছিলের ডাক দিয়েছে এসএফআই। সেন্ট্রাল অ্যাভিনিউ ও এমজি রোড ক্রসিংয়ে দু’টি মিছিল মিশবে। তারপর তার অভিমুখ হবে ধর্মতলা হয়ে বিধানসভার দিকে। বেলা ১২ টা নাগাদ জমায়েতের জন্য বলা হয়েছিল। ধীরে ধীরে কর্মী সমর্থকরা এসে জমায়েত হচ্ছে। পুলিশের তরফে মিছিলও আটকানোর জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও এসএফআইয়ের বক্তব্য, নিয়ম মেনেই বিধান্সভায় যাবেন তাঁরা। অধ্যক্ষকে এবিষয়ে আগে থেকেই অবগত করা হয়েছে। শিক্ষামন্ত্রী ও অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। পুলিশ বাধা দিতে এলে সেই বাধাকে উপেক্ষা করেই মিছিলও এগোবে বলে জানিয়েছে রাজ্য এসএফআই নেতৃত্ব।