Bhangar: চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা-অভিষেককে দলীয় দায়িত্ব নেওয়ার ‍‍‍‘পরামর্শ’ নওশাদের

ভাঙড়ের (Bhangar) দায়িত্ব কে নেবেন? তা নিয়ে শনিবার আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, রেজাউল করিম সহ একাধিক নেতাদের সঙ্গে বৈঠক সারলেন সুব্রত বক্সি।

ভাঙড়ের (Bhangar) দায়িত্ব কে নেবেন? তা নিয়ে শনিবার আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, রেজাউল করিম সহ একাধিক নেতাদের সঙ্গে বৈঠক সারলেন সুব্রত বক্সি।

ভাঙড়ের (Bhangar) দায়িত্ব কে নেবেন? তা নিয়ে শনিবার আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, রেজাউল করিম সহ একাধিক নেতাদের সঙ্গে বৈঠক সারলেন সুব্রত বক্সি। শোনা যাচ্ছে, আগামী দিনে ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লার হাতে তুলে দেওয়ার আগে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন তৃণমূলের শীর্ষ নেতা। যদিও তৃণমূলের এই বৈঠক নিয়ে মোটেই বিচলিত হচ্ছেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত চায় ভাঙড়। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার হলে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিক। অথবা দায়িত্ব নিক তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বিষয়ে বৈঠক করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটা না হয়ে সুব্রত বক্সির ডাকে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাঙড়ে এই মুহুর্তে তৃণমূলের যতগুলো নেতা ততগুলো গোষ্ঠী। নওশাদ সহ অন্যান্যদের গ্রেফতারিকে হাতিয়ার করে জায়গা করে নিতে পারে আইএসএফ৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও ভুল যাতে না হয়, সেজন্য বিশেষ পাঠ পড়াতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে৷

তবে এদিনের বৈঠকে অভিষেকের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, যেভাবে সারা রাজ্যে সংখ্যালঘু ভোটের দিকে নজর দিয়েছে তৃণমূল, তাতে নওশাদকে রুখতে এদিনের বৈঠক জরুরী৷ তাই সুব্রত বক্সিই এই দায়িত্ব নিয়েছেন। আগামী দিনে ভাঙড়ে পর্যবেক্ষক হিসাবে শওকত মোল্লাকে আনা হতে পারে।

যদিও এবিষয়ে বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি৷ তাঁর কথায়, ভাঙড়কে দীর্ঘদিন ধরে পরাধীনতার শৃঙ্খলের রাখা হয়েছিল৷ আমরা মুক্তি দিয়েছি৷ মানুষ এবার গন্তব্য খুঁজে নেবে। যাতে পঞ্চায়েতের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা যায়। যদিও দায়িত্ব নেওয়ার হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, তিনি দায়িত্ব নিন। না হলে দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের দায়িত্ব নিন।