
আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (Reliance League)। যা নিয়ে এখন থেকেই সরগরম কলকাতা ময়দান। তবে এই টুর্নামেন্টের খেলা কলকাতার ময়দানে না হলেও তুঙ্গে রয়েছে উন্মাদনা। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বারাকপুর, নৈহাটি ও কল্যাণীর স্টেডিয়াম গুলিতেই চলবে এই লিগের প্রত্যেকটি ম্যাচ। সেইমতো এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল।
সেইমতো নিজেদের দলের জন্য আজ ৫ জন অনুর্ধ্ব ২৩ ফুটবলারকে সই করালো ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। যাদের মধ্যে রয়েছে অমরজিত সিং, তুহিন দাস, হিমাংশু জাংরা ও অতুল উন্নিকৃষ্ণনের মতো তারকারা। এবার তাদের হাত ধরেই লিগের ভালো ফলাফলের আশা করছে ইমামি ম্যানেজমেন্ট।
#BREAKING | আসন্ন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লীগের জন্য 5 জন U-23 প্লেয়ারকে রেজিষ্টার করিয়েছে ইস্ট বেঙ্গল এফসি। অমরজিত সিং কিয়াম, অতুল উন্নিকৃষ্ণান, তুহিন দাস, হিমাংশু জাংরা দের মতো আইএসএল দলের প্লেয়ারদের দেখা যাবে এই লীগে খেলতে।#EBFC | #TorchBearers | #RFDL pic.twitter.com/iSYjTExyg5
— 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦 (@TORCH__BEARERS) March 11, 2023
এছাড়াও, আজ এটিকে মোহনবাগানের তরফে এই লিগকে কেন্দ্র করে পুরো দল ঘোষণা করা হয় নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যেখানে সুমিত রাঠি থেকে শুরু করে কিয়ান নাসিরির মতো তারকাদের দেখা যাবে এই টুর্নামেন্ট খেলতে। তবে খুব একটা পিছিয়ে নেই অন্যান্য দলগুলি। তবে এই রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের যে ক্রীড়া সূচি সামনে এসেছে তাতে আগামী ১৪ মার্চ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে নেমে নিজেদের লিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। পাশাপাশি ওই একই দিনে ময়দানের আরেক ডার্বির সাক্ষী থাকতে চলেছে সকলে। সব ঠিক থাকলে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নেমে নিজেদের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান।
এখন সেদিকেই মুখিয়ে সকলে। এরপরে আগামী ২৩ মার্চ নৈহাটি স্টেডিয়ায়ে এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। যা নিয়ে এখন থেকেই তুঙ্গে রয়েছে তরজা। তবে সেই দিন শুধুমাত্র ডার্বি হিসেবেই নয়, দলের ইনভেস্টর তথা ইমামির ডাইরেক্টরদের সাথে ও মিটিংয়ে বসার কথা লাল-হলুদ কর্তাদের। যেখানে এবারের মরশুমে দলের পারফরম্যান্সের পাশাপাশি আগামী মরশুমের জন্য দল তৈরি ও খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে ও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।