Tripura: ত্রিপুরায় শাসক বিজেপির বিজয় মিছিলের মাঝে পুলিশের গুলি, ভয়াবহ পরিস্থিতি

ত্রিপুরায় (Tripura) নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ক্রমে জটিল হয়ে যাচ্ছে। সরকার শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ড.মানিক সাহা বলেন রাজ্যে আইনের শাসন হবে। এদিকে ভোট পরবর্তী…

ত্রিপুরায় (Tripura) নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ক্রমে জটিল হয়ে যাচ্ছে। সরকার শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ড.মানিক সাহা বলেন রাজ্যে আইনের শাসন হবে। এদিকে ভোট পরবর্তী সংঘর্ষ চরমে উঠল রাজ্যে। শনিবার শাসক দল বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ ঘিরে রাজ্যের অম্পিরবাজারে ছড়ায় উত্তেজনা। এখানেই পুলিশ গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে।

বিজেপির অভিযোগ, তাদের বিজয় মিছিলে হামলা হয়। উপজাতি দল তথা প্রধান বিরোধী দল তিপ্রা মথা ও সিপিআইএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়। এদিকে মিছিলে হামলার পর উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ও শূন্যে গুলি চালায়।

এই ঘটনার কেন্দ্র অম্পির হরিপুরে। রাজনৈতিক সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদেরকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে বিজেপ্। হামলা রুখতে পুলিশের গুলি চালানোর ঘটনায় রাজ্য সরগরম।

শুক্রবার রাজ্যের অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা বিশালগড়ে গিয়ে হামলার মুখে পড়ে়ছিলেন বাম-কংগ্রেস সংসদীয় প্রতিনিধিরা। হামলায় অভিযুক্ত বিজেপি। শনিবার আগরতলার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলন থেকে প্রতিনিধি দলের সদস্য ও রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিকাশরঞ্জন ভট্টাচার্য সরাসরি বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার গড়লেও তাদের সাথে মানুষ নেই। সেই আতঙ্ক থেতে তারা সন্ত্রাস ছড়াচ্ছে। সিপিআইএমের রাজ্যসভার সাংসদের আরও অভিযোগ, রাজ্যে গণতন্ত্র নেই। ভয়াবহ সন্ত্রাসের কথা সংসদে বলা হবে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় সাংসদ প্রতিনিধিদের রাজ্যে অবস্থানকালে অন্পির হরিপুরে বিজেপির মিছিল চলাকালীন পুলিশের গুলি চালানোর অভিযোগ ঘিরে বিতর্ক আরও জোরালো হলো। পরিস্থিতি থমথমে। আহত কয়েকজন পুলিশ কর্মীও।