Tripura : গো মাতার ভক্তরা গোরু-বাছুর পুড়িয়ে মারছে ত্রিপুরায়: বিকাশ ভট্টাচার্য

নির্বাচন পরবর্তী রাজনৈতিক হামলায় সন্ত্রস্ত (Tripura) ত্রিপুরা। অভিযোগ শাসক দল বিজেপির মদতে চলছে হামলা। বেছে বেছে বাম ও কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘরে হামলা চলছে। এই…

নির্বাচন পরবর্তী রাজনৈতিক হামলায় সন্ত্রস্ত (Tripura) ত্রিপুরা। অভিযোগ শাসক দল বিজেপির মদতে চলছে হামলা। বেছে বেছে বাম ও কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘরে হামলা চলছে। এই প্রসঙ্গ টেনে রাজ্য সফরে আসা বাম ও কংগ্রেস সংসদীয় প্রতিনিধি দলের সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেছেন সাধারণ মানুষ ঘর হারিয়েছে, শিক্ষা হারিয়েছে, জীবিকা হারিয়েছে, সব থেকে বড় কথা যে গরিব মানুষ চাষের জন্য ঘরে গোরু বাছুর রে়খেছিলেন গো মাতার ভক্তরা সেই গোরু বাছুর পুড়িয়ে মেরেছে।

পোড়া বাড়ির ভিতর ছড়িয়ে আছে পুড়ে কাঠ হয়ে যাওয়া কয়েকটা গোরু-বাছুর। রাজনৈতিক হামলার এই দৃশ্য এখন ত্রিপুরার (Tripura) গ্রামাঞ্চলে আকছার দেখা যাচ্ছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিপিআইএম রাজ্যসভার সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগের পর আগরতলার রাজনীতি ফের সরগরম। দেশের অন্যতম সেরা আইনজীবী-বাম সাংসদ বিকাশ ভট্টাচার্য কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাকে (Manik Saha)। আগরতলায় রাজ্য অতিথিশালায় বাম সাংসদ বলেন, কেন এ রাজ্যে আমাদের পুলিশ নিয়ে ঘুরতে হবে। এই যদি রাজ্যের অবস্থা হয় তাহলে বুঝতে হবে শাসকপক্ষ গণতন্ত্রের মূল পাঠ নেননি। আগামী দিনে রাজ্যবাসী এটা শিখিয়ে দেবেন।

পোড়া বাড়ির ভিতর ছড়িয়ে আছে পুড়ে কাঠ হয়ে যাওয়া কয়েকটা গোরু-বাছুর। রাজনৈতিক হামলার এই দৃশ্য এখন ত্রিপুরার (Tripura) গ্রামাঞ্চলে আকছার দেখা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার বাম-কংগ্রেস সংসদীয় প্রতিনিধিরা গিয়েছিলেন বিশালগড়ে। রাজ্যের অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা বিশালগড়। অভিযোগ সংসদীয় প্রতিনিধিরা আক্রান্ত হন। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সামনেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে ঘিরে ধরে হামলা করা হয়েছিল। কোনওরকমে সংসদীয় প্রতিনিধিদের সরিয়ে আনে পুলিশ। এই ঘটনার জেরে দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে শোরগোল পড়েছে।

বাম ও কংগ্রেসের সংসদীয় দলের তরফে বলা হয়েছে, ত্রিপুরায় ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নজরে আনা হবে। তুলে ধরা হবে সংসদে। হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।