Vishal Kaith: গোল্ডেন গ্লাভস পেয়ে খুব একটা খুশি নন বিশাল, কিন্তু কেন?

এবারের আইএসএলে সকলকে ছাপিয়ে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দলের গোলরক্ষক বিশাল কাইথের (Vishal Kaith) পারফরম্যান্স।

ATK Mohun Bagan goalkeeper Vishal Kaith

এবারের আইএসএলে সকলকে ছাপিয়ে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দলের গোলরক্ষক বিশাল কাইথের (Vishal Kaith) পারফরম্যান্স। ইস্টবেঙ্গল থেকে শুরু করে ওডিশা কিংবা হায়দ্রাবাদ প্রতিপক্ষ যে কেউ হোক না কেন। সদা মজবুত পাঁচিলের মতো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে গিয়েছেন তিন কাঠির এই প্রহরী।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

   

যারফলে অতি সহজেই কোচ হুয়ান ফেরেন্দোর অতি ভরসাযোগ্য খেলোয়াড় হয়েছেন বিশাল। তার এই অনবদ্য পারফরম্যান্সই এবার তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। এবছর আইএসএলের গোল্ডেন গ্লাভস পেয়েছেন এই সবুজ-মেরুন তারকা। পরিসংখ্যান বলছে, গোটা টুর্নামেন্ট জুড়ে সব থেকে বেশি ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন বাগানের এই ভরসাযোগ্য প্রহরী। বর্তমানে সব মিলিয়ে তার ক্লিন শিটের সংখ্যা দাঁড়িয়েছে ১১ টি। তার থেকে সামান্য দূরে রয়েছেন মুম্বাই সিটি এফসির গোলরক্ষক ফুরবা লাচেনপা।

Vishal Kaith

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

সব মিলিয়ে যার ক্লিনশিটের সংখ্যা সম্ভবত ৮টি । অতএব এরপর আরো দুটি ম্যাচে ক্লিনশিট পেলেও বিশালের থেকে দূরেই থাকবেন তিনি। সেক্ষেত্রে ক্লিনশিটের ক্ষেত্রে থেকে যাবে ফারাক। তাই সব বিবেচনা করেই সোনার হাতের দাবিদার হয়েছেন কাইথ। কিন্তু এই সাফল্য পেয়ে ও কিছুটা অতৃপ্ত থেকে গেলেন তিনি। কিন্তু কেন?

আরও পড়ুন: ওগবেচেকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান, নতুন পরিকল্পনা বাগান কোচের?

এই নিয়ে একটি মাধ্যমে বিশাল বলেন, গোল্ডেন গ্লাভস জিতে যথেষ্ট ভালো লাগছে। যেকোন ও গোলকিপারের কাছেই এটি জেতা বিরাট গর্বের ব্যাপার। আমার ও অনেক দিনের স্বপ্ন ছিল এই খেতাব জেতার। অবশেষে স্বপ্ন সফল হয়েছে। এটি আগামী দিনে আমাকে আরো ভালো খেলার প্রেরনা জোগাবে। তবে এই গোল্ডেন গ্লাভস পেয়েই আমি সম্পূর্ণ খুশি নই। এখন আমার লক্ষ্য শেষ দুটো জিতে দল কে আইএসএল ট্রফি জেতানো। সেই লক্ষ্য পূরনের উদ্দেশ্যেই সোমবার মাঠে লড়াই করতে নামব। এখন শুধুমাত্র জয় দরকার।

আরও পড়ুন: ওগবেচেকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান, নতুন পরিকল্পনা বাগান কোচের?

উল্লেখ্য, গত দিনকয়েক আগেই নিজামের শহরে আইএসএলের প্রথম লেগের সেমিফাইনাল গোলশূন্য থেকে গিয়েছে হায়দ্রাবাদ এফসি ও এটিকে মোহনবাগান ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে দুটো সহজ সুযোগ হাতছাড়া হয় হায়দ্রাবাদ ফুটবলারদের। জবাবে এটিকে মোহনবাগানের তরফে লিস্টন – প্রীতমরা বিপক্ষের ডিফেন্সে ঝড় তুললে ও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে ব্যর্থ হন সকলেই।

আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের

তাই ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয় সকলকে।এক্ষেত্রে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন দলের তিন কাঠির অন্যতম প্রহরী বিশাল কাইথ। একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করে দিয়েছেন অতিসহজেই। চোট থেকে ফেরার পরে ও নিজের সেই পুরোনো ফর্ম ধরে রেখছেন দলের এই ভরসাযোগ্য তারকা। এবার পরবর্তী লেগের দিকেই তাকিয়ে সবাই।