Stephen Constantine: ইস্টবেঙ্গলের পরিচয় প্রতিষ্ঠা করাই এখন লক্ষ‍্য কনস্টানটাইনের

গোটা দলটাকেই বদলে দেওয়া হয়েছে। আনা হয়েছে নতুন কোচ।তাই সম্পূর্ণ নতুন সেট আপ টাকে প্রতিষ্ঠা করাটাই এখন মূল লক্ষ‍্য লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইনের (Stephen…

Stephen Constantine

গোটা দলটাকেই বদলে দেওয়া হয়েছে। আনা হয়েছে নতুন কোচ।তাই সম্পূর্ণ নতুন সেট আপ টাকে প্রতিষ্ঠা করাটাই এখন মূল লক্ষ‍্য লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine)।

আরও পড়ুন: ATK Mohun Bagan: ডার্বিতে এই বিষয়ে এগিয়ে থাকবে বাগান

এবারের ডুরান্ডের প্রথম ম‍্যাচে ভারতীয় নেভি দলের বিরুদ্ধে ড্র করে শুরু করেছিল লাল হলুদ ব্রিগেড।বৃহস্পতিবার দ্বিতীয় ম‍্যাচে রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে তারা।রাজস্থান গত ম‍্যাচে এটিকে মোহনবাগান’কে হারিয়ে দারুণ চমক দিয়েছিল।

আরও পড়ুন: Emami East Bengal : ডার্বির আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর

বুধবার ডুরান্ডের ম‍্যাচের প্রস্তুতি ক্লোজড ডোরে সেরেছেন লাল হলুদের পোড় খাওয়া কোচ, ম‍্যাচে নিজের রনকৌশল সম্পর্কে মুখে কুলুপ এটেছেন তিনি।এমনকি জানাতে চাননি আজ পাঁচ বিদেশি’কে নিয়ে তার কি পরিকল্পনা।তবে এটুকু জানিয়েছেন, প্রত‍্যেকে খেলার জন্যে প্রস্তুত।

আরও পড়ুন: Durand Cup: বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে

সব মরশুম শুরু’র। তাই দলের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে তুলুন এখনও যে অনেকখানি সময় লাগবে,সেটা জানাতে ভোলেননি কোচ।তার এখন লক্ষ‍্য দলকে প্রতিষ্ঠা দেওয়া।ইস্টবেঙ্গলের খেলায় একটি নিজস্ব ঘরানা তৈরি করা । কনস্টানটাইন আশাবাদী আইএসএলের আগে স্বমেজাজে ফিরবে লাল হলুদ ব্রিগেড।