Durand Cup: বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে

বর্ণবিদ্বেষের অভিযোগ ঘিরে সরগরম ডুরান্ড কাপ (Durand Cup)। এমনিতেই ভারতের ক্রিকেট অথবা ফুটবলের আসরে এমনটা খুব বিশেষ একটা শোনা না গেলেও,এবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের আসরে…

Bengaluru FC

বর্ণবিদ্বেষের অভিযোগ ঘিরে সরগরম ডুরান্ড কাপ (Durand Cup)। এমনিতেই ভারতের ক্রিকেট অথবা ফুটবলের আসরে এমনটা খুব বিশেষ একটা শোনা না গেলেও,এবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের আসরে লাগল ব‍র্ণবিদ্বেষের ছোঁয়া।

মঙ্গলবার ডুরান্ড কাপের ম‍্যাচে ভারতের বায়ুসেনার দলের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। আর সেই ম‍্যাচে বায়ুসেনার এক ফুটবলারের বিরুদ্ধে উঠেছিলো বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ।

এদিন বায়ুসেনার দলকে হারাতে খুব বিশেষ একটা বেগ পেতে হয়নি সুনীল ছেত্রী’দের। এই খেলাচলাকালীণ এক বায়ুসেনার ফুটবলার বেঙ্গালুরুর এক ফুটবলারের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করেছিলেন। সেই ফুটবলারের নাম না জানালেও বেঙ্গালুরুর তরফে ডুরান্ড কমিটির কাছে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ক্লাবের তরফে ট‍্যুইট করে জানানো হয়, “মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষ দলের এক ফুটবলার আমাদের দলের এক ফুটবলারের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছে। আমরা এই বর্ণবিদ্বষী মূলক মন্তব্যের বিষয় বিস্তারিত জানিয়েছি কর্তৃপক্ষ’কে।ফুটবল সবার জন্য।এখানে ভেদাভেদের কোনও রকম স্থান নেই।আমরা সেই বার্তা দিতে চাই।”

প্রসঙ্গত, বেঙ্গালুরু এফসির তরফে ম‍্যাচে চারটি গোল করেছিলেন কৃষ্ণা, ছেত্রী,ফয়জল এবং শিবশক্তি।