জাতীয় দলে খেলা এক নম্বর গোলরক্ষককে ছেড়ে দিল ATK Mohun Bagan

প্রত্যাশিতভাবেই এক সময়ের জাতীয় দলে খেলা এক নম্বর গোলরক্ষক সুব্রত পালকে ছেড়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।টুইটারে এই খবর জানিয়ে দিয়েছে সবুজ-মেরুন ক্লাব। বাগানে…

ATK Mohun Bagan goalkeeper Subrata Pal

প্রত্যাশিতভাবেই এক সময়ের জাতীয় দলে খেলা এক নম্বর গোলরক্ষক সুব্রত পালকে ছেড়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।টুইটারে এই খবর জানিয়ে দিয়েছে সবুজ-মেরুন ক্লাব। বাগানে সই করলেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না সুব্রত। যদিও অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন এক সময়ের দেশের এক নম্বর গোলকিপার। চেষ্টা করেছিলেন প্রথম একাদশে সুযোগ পাওয়ার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু প্রাক্তন এই গোলকিপারের ওপর তেমন ভরসা নেই এটিকে-ম্যানেজমেন্টের। তার সুব্রতকে ছেড়ে দেওয়া হয়েছে।টুইটারে সুব্রতর ছবি দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছে ক্লাব। সেইসঙ্গে আগামী মরশুমের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছে ক্লাব। বাগান ছেড়ে দেওয়ার পরে কি আইএসএল ক্লাব পাবেন সুব্রত? এই নিয়ে প্রশ্ন তৈরি হলেও জানা গিয়েছে এরপরও আইএসএল ক্লাবের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুব্রত। এখন প্রশ্ন হচ্ছে আইএসএল ক্লাব পেলেও কি প্রথম একাদশে সুযোগ পাবেন তিনি? বয়স হয়ে গিয়েছে সুব্রতর সেক্ষেত্রে আই্এসএল ক্লাবের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। যদিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

২০০৪ সালে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তিনি। মোহনবাগানের জার্সি গায়ে উত্থান হয়েছিল তাঁর । ২০০৭ সাল পর্যন্ত বাগানেই খেলেন। এরপর ইস্টবেঙ্গলেও খেলেন। খেলছেন ভারতের বিভিন্ন ক্লাবে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ফুটবল খেলেছেন। জাতীয় কোচেদের প্রিয়পাত্র ছিলেন তিনি। শুধুতাই নয়, অল্প সময়ের জন্য জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন সোদপুরের মিষ্টু। অনেকেই মনে করছেন হয়ত অবসর নিয়ে নেবেন। কিন্তু থামবার পাত্র নন সোদপুরের সুব্রত। তিনি সহজে হার মানতে চান না।