East Bengal : ইস্টবেঙ্গলের এই প্রতিভাবান ফুটবলার ডাক পেল জাতীয় দলে

সিনিয়র টিমের একের পর হারের পরেও সুখবর পেল ইস্টবেঙ্গল (East Bengal)৷ জাতীয় দলের ডাক পেল ইস্টবেঙ্গল মহিলা দলের অন্যতম সদস্য মৌসুমী মুর্মু৷

East Bengal Club rope in aridai cabrera

সিনিয়র টিমের একের পর হারের পরেও সুখবর পেল ইস্টবেঙ্গল (East Bengal)৷ জাতীয় দলের ডাক পেল ইস্টবেঙ্গল মহিলা দলের অন্যতম সদস্য মৌসুমী মুর্মু৷ ইস্টবেঙ্গল সুত্রের খবর, কন্যাশ্রীকাপের ২০২২-২৩ মরসুমের অন্যতম তারকা মৌসুমী AFC U-20 মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন৷ কন্যাশ্রী কাপে ১৩ গোল করে টিমের শীর্ষস্থানীয় স্কোরার ছিলেন তিনি৷ জাতীয় দলে ডাক পেয়ে স্বভাবতই খুশি লাল-হলুদ শিবির৷

   

মশালবাহক (Moshal Girls) মৌসুমী AFC U-20 মহিলা চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাওয়া ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে৷ একই সঙ্গে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ ক্লাবের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘আমরা আমাদের তরুণ ফুটবলার মৌসুী আসন্ন AFC অনূর্ধ্ব-20 মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছে৷ সেই জন্য তাঁকে অভিনন্দন জানাতে চাই৷’