Mohun Bagan: পেত্রাতসের থেকেও এগিয়ে এই বিদেশি ফুটবলার

আজ বিকেলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) ম্যাচ। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি (Punjab FC)। তার আগে দুই দলের বিভিন্ন দিক নিয়ে চলছে কাঁটাছেঁড়া। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস…

parimatch mohun bagan

আজ বিকেলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) ম্যাচ। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি (Punjab FC)। তার আগে দুই দলের বিভিন্ন দিক নিয়ে চলছে কাঁটাছেঁড়া। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস এবারেও পারফর্ম করছেন ধারাবাহিকভাবে। কিন্তু তাঁর থেকেও এগিয়ে রয়েছেন এক বিদেশি ফুটবলার, যিনি খেলেন পাঞ্জাব এফসির হয়ে।

   

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর থেকে ঘুরে দাঁড়িয়েছে পাঞ্জাব এফসি। এক সময় প্রথম জয় পেতেই হিমশিম খাচ্ছিল পাঞ্জাব এফসি। ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে কিছু বদল করার পরেই ঘুরে দাঁড়াতে শুরু করে দল। এখন তারা রয়েছে শেষ ছয়ে থাকার দৌড়ে।

Roy Krishna: ‘এখনও ভারতেই খেলতে চাই’, নিজের মুখে বললেন রয় কৃষ্ণা

আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। পাঞ্জাব এফসি রয়েছে শেষ ছয়ে যাওয়ার দৌড়ে। মোহনবাগান সুপার জায়ান্ট শিল্ড জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে হেরেছিল বাগান। পরাজয়ের ফলে কঠিন হয়েছে শিল্ড জয়ের অংক। পাঞ্জাব এফসিকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড।

Mohun Bagan: হাবাসকে নিয়ে জল্পনার পাহাড়

পাঞ্জাব-বাগান ম্যাচে নজরে থাকবে দুই তারকা বিদেশি ফুটবলার। একজন মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস, অন্যজন পাঞ্জাব এফসির মাদি তালাল। পরিসংখ্যান অনুযায়ী, পাঞ্জাবের মাদি তালাল চলতি বছরে দলের দশটি গোলের পিছন্র অবদান রেখেছেন। চারটি গোল করেছেন ও ছ’টি করিয়েছেন। নতুন বছরে তাঁর গোল-অবদানই সবচেয়ে বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মোহনবাগানের ফরোয়ার্ড দিমিত্রিয়স পেত্রাতস।