Mohun Bagan: মোহনবাগানের রক্ষণ হয়ে উঠেছে চিন্তার কারণ

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের জন্য আরও একটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ। চিন্তা বাড়াচ্ছে দলের রক্ষণভাগ। পাঞ্জাব এফসির আক্রমণের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে সবুজ…

Mohun Bagan

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের জন্য আরও একটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ। চিন্তা বাড়াচ্ছে দলের রক্ষণভাগ। পাঞ্জাব এফসির আক্রমণের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে সবুজ মেরুন ব্রিগেড।

   

চলতি মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স ধারা ব্যহত হয়েছে বারংবার। সিজনের শুরু ভালো করলেই মাঝমাঝি সময়ে খেই হারিয়েছিল দল। কোচ বদল করার পর ঘুরে দাঁড়ায় মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যান্টোনিও লোপেজ হাবাস দলের দায়িত্ব নেওয়ার পর চেনা ফর্মে ফিরেছিল সবুজ মেরুন ব্রিগেড।

Mohun Bagan: পেত্রাতসের থেকেও এগিয়ে এই বিদেশি ফুটবলার

লোপেজ হাবাস অসুস্থ। গত ম্যাচে ছিলেন না সাইড লাইনের ধারে। চেন্নাইন এফসির বিরুদ্ধে ২-৩ গোলে হেরেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের ম্যাচেও হজম করেছিলেন তিন গোল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩ গোল হজম করে ৪-৩ গোলে ম্যাচ জিতেছিল বাগান। পরপর দুই ম্যাচে তিন গোল হজম করার ঘটনা কোনও দলের জন্যই ভালো কোনও খবর নয়।

Mohun Bagan: পরের ম্যাচে না-ও খেলতে পারেন কিয়ান নাসিরি

আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে হতে চলা ম্যাচেও চিন্তা বাড়াচ্ছে মোহনবাগানের ডিফেন্স। পাঞ্জাবের আক্রমণভাগ ভালো। বিদেশি ফুটবলাররা রয়েছেন ফর্মে। লুকা মাজেন (২০ ম্যাচে ৭ গোল), উইলমার জর্ডন (১৩ ম্যাচে ৬ গোল), মাদি তালাল (২০ ম্যাচে ৫ গোল)-রা সুযোগ পেলেই কাঁপুনি ধরিয়ে দিতে পারেন সবুজ মেরুন রক্ষণে। হুয়ান মেরা মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা বল বাড়িয়ে তৈরি করতে পারেন আক্রমণের সুযোগ। পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে শেষ তিন ম্যাচে জিততে না পারলেও তাদের আক্রমণভাগের দক্ষতা কোনও অংশে উপেক্ষা করার মতো নয়।