Mohun Bagan: পরের ম্যাচে না-ও খেলতে পারেন কিয়ান নাসিরি

জরুরি ম্যাচের আগে এসে একের পর এক সমস্যায় পড়তে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এখন যা পরিস্থিতি তাতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে শনিবারের ম্যাচে…

mohun bagan kiyan nassiri uncertain for next match

জরুরি ম্যাচের আগে এসে একের পর এক সমস্যায় পড়তে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এখন যা পরিস্থিতি তাতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে শনিবারের ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে না-ও নামতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের একাধিক ফুটবলার। কিয়ান নাসিরিও (Kiyan Nassiri) অনিশ্চিত।

কিয়ান নাসিরিকে কেন্দ্র করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাহাল আব্দুল সামাদের মতো তিনিও দিল্লিতে দলের সঙ্গে যাননি। ফলত পাঞ্জাব এফসি ম্যাচে কিয়ানের সম্ভাবনা অনেকটা কম বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত সমস্যার কারণে কিয়ান দলের সঙ্গে দিল্লি যেতে পারেননি বলে জানা গিয়েছে।

Mohun Bagan East Bengal: কেন বন্ধ দরজার পিছনে হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ? জানুন সবটা

সাহাল আব্দুল সামাদকে কেন্দ্র করেও ধোঁয়াশা অব্যাহত রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের আগামী ম্যাচে তিনি খেলবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত যা আপডেট তাতে সাহালের না খেলার সম্ভাবনাই বেশি।

মোহনবাগান সুপার জায়ান্টের পরে ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে। মোহনবাগানের জন্য এটি অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে উপস্থিত থাকবেন না কোনও দর্শক। ক্লোজ ডোর ম্যাচ। ফলত দুই দলের ওপরেই চাপ থাকবে সমানে সমানে। শনিবারের ম্যাচের আগে দুই দলের লক্ষ্য দু’রকম।

IPL 2024: গুজরাটকে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারল পাঞ্জাব

ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে হেরেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ মুহুর্তের গোলে ২-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল বাগান। যার ফলে লিগ শিল্ড জয়ের দৌড়ে খানিক পিছিয়ে পড়েছে দল। শীর্ষ স্থানে থাকা মুম্বাই সিটি এফসির থেকে বেড়েছে পয়েন্টের ব্যবধান। পাঞ্জাব এফসিকে হারিয়ে শিল্ড জয়ের দৌড়ে জোরালোভাবে ফিরে আসতে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্য দিকে পাঞ্জাব এফসি রয়েছে শেষ ছয়ে থাকার দৌড়ে। বাগানকে হারিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করতে চাইবে তারা।